সাধারণ জ্ঞান : কম্পিউটার- ১ম পর্ব
আধুনিক বিশ্বে প্রযুক্তির বাইরে কিছুই কল্পনা করা যায় না। এখন খোঁজ নিলে প্রায় প্রতিটি মানুষ কম্পিউটার ব্যবহার করছে। মানুষের হাতে হাতে পৌঁছে গেছে প্রযুক্তির ছোঁয়া। তাই কম্পিউটারের বিভিন্ন দিক নিয়ে আজকের আয়োজনের ১ম পর্ব-
১. প্রশ্ন : আধুনিক কম্পিউটারের জনক কে?
উত্তর : চার্লস ব্যাবেজ।
২. প্রশ্ন : কম্পিউটার পদ্ধতির প্রধান অংশ কয়টি?
উত্তর : দুইটি।
৩. প্রশ্ন : কম্পিউটার পদ্ধতির প্রধান অংশ কী কী?
উত্তর : হার্ডওয়্যার ও সফটওয়্যার।
৪. প্রশ্ন : কম্পিউটারের মূল অংশ কয়টি?
উত্তর: ৪টি।
৫. প্রশ্ন : RAM এর পূর্ণরূপ কী?
উত্তর : Random Access Memory.
৬. প্রশ্ন : RAM বলতে কী বোঝায়?
উত্তর : কম্পিউটারের কর্ম এলাকা বোঝায়। এটি একটি অস্থায়ী স্মৃতি।
৭. প্রশ্ন : সুপার কম্পিউটারের উদাহরণ কী?
উত্তর : CARY-1.
৮. প্রশ্ন : NOVA-3 কোন ধরনের কম্পিউটার?
উত্তর : মিনি কম্পিউটার।
৯. প্রশ্ন : হাইব্রিড কম্পিউটার কী?
উত্তর : সমন্বিত অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটার।
১০. প্রশ্ন : হার্ডওয়্যার কী?
উত্তর : কম্পিউটারের বিভিন্ন যান্ত্রিক অংশকে একত্রে হার্ডওয়্যার বলা হয়।
১১. প্রশ্ন : সফটওয়্যার কী?
উত্তর : কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রামসমূহকে সফটওয়্যার বলে।
১২. প্রশ্ন : প্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেক্ট্রনিক্স কম্পিউটারের নাম কী?
উত্তর : UNIVAC.
১৩. প্রশ্ন : কোন সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কার হয়?
উত্তর : ১৯৭১ সালে।
১৪. প্রশ্ন : কম্পিউটারের ভাষা কী?
উত্তর : গাণিতিক ও বৈদ্যুতিক।
১৫. প্রশ্ন : কম্পিউটারের প্রিন্টার লেজার জেট উদ্ভাবিত হয় কত সালে?
উত্তর : ১৯৮৪ সালে।
১৬. প্রশ্ন : ROM এর পূর্ণরূপ কী?
উত্তর : Read Only Memory.
১৭. প্রশ্ন : ROM কাকে বলে?
উত্তর : কম্পিউটারের স্থায়ী স্মৃতিকে ROM বলে।
১৮. সুপার কম্পিউটারের উদ্ভাবক কে?
উত্তর : সেসুর ক্রে।
১৯. প্রশ্ন : এক বাইট এর সমান কত?
উত্তর : ৮ বিট।
২০. প্রশ্ন : ল্যাপটপ কী?
উত্তর : ছোট ধরনের কম্পিউটার।
এসইউ/এমএস