সাধারণ জ্ঞান : বাংলা সাহিত্যে প্রথম- ৩য় পর্ব
বাংলা সাহিত্যের ইতিহাস হাজার বছরের। প্রাচীন কাল থেকেই বাংলা সাহিত্য উৎকর্ষতার সাথে এগিয়ে যাচ্ছে। নানাবিধ পরিবর্তনের মধ্যদিয়ে বর্তমান ধারায় এসেছে পৌঁছেছে। হয়তো ভবিষ্যতে আরো কোনো পরিবর্তন হবে। তবে শুরুর দিকে যা সৃষ্টি হয়েছে, তা আজও স্মরণীয়। সেই স্মরণীয় বিষয় নিয়েই আজকের আয়োজনের ৩য় পর্ব-
১. প্রশ্ন : বাংলা ভাষার প্রথম নাটকের রচয়িতা কে?
উত্তর : তারাচরণ সিকদার।
২. প্রশ্ন : বাংলা ভাষার প্রথম নাটকের প্রকাশকাল কবে?
উত্তর : ১৮৫২ সাল।
৩. প্রশ্ন : বাংলা ভাষায় রচিত প্রথম ট্রাজেডি নাটক কোনটি?
উত্তর : কৃষ্ণকুমারী।
৪. প্রশ্ন : বাংলা ভাষায় রচিত প্রথম ট্রাজেডি নাটকের রচয়িতা কে?
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত।
৫. প্রশ্ন : বাংলা ভাষায় রচিত প্রথম ট্রাজেডি নাটকের কবে প্রকাশ হয়?
উত্তর : ১৮৬১ সাল।
৬. প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম মৌলিক ট্রাজেডি নাটক কোনটি?
উত্তর : কীর্তি বিলাস।
৭. প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম মৌলিক ট্রাজেডির রচয়িতা কে?
উত্তর : যোগেন্দ্রনাথ গুপ্ত।
৮. প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম মৌলিক ট্রাজেডির প্রকাশকাল কত?
উত্তর : ১৮৫২ সাল।
৯. প্রশ্ন : আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
উত্তর : পদ্মিনী উপাখ্যান।
১০. প্রশ্ন : আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উত্তর : রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়।
১১. প্রশ্ন : আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্যগ্রন্থের প্রকাশকাল কবে?
উত্তর : ১৮৫৮ সাল।
১২. প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কোনটি?
উত্তর : মেঘনাদবধ।
১৩. প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্যের রচয়িতা কে?
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত।
১৪. প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্যের প্রকাশকাল কবে?
উত্তর : ১৮৬১ সাল।
১৫. প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে?
উত্তর : স্বর্ণকুমারী দেবী।
১৬. প্রশ্ন : স্বর্ণকুমারী দেবীর উপন্যাসের নাম কী?
উত্তর : মেবার রাজ।
১৭. প্রশ্ন : স্বর্ণকুমারী দেবীর উপন্যাস ‘মেবার রাজ’র প্রকাশকাল কবে?
উত্তর : ১৮৭৭ সাল।
১৮. প্রশ্ন : বাংলা ভাষার প্রথম সাময়িকী কোনটি?
উত্তর : দিক দর্শন।
১৯. প্রশ্ন : বাংলা ভাষার প্রথম সাময়িকীর প্রকাশক কে?
উত্তর : শ্রীরামপুর মিশনারী।
২০. প্রশ্ন : বাংলা ভাষার প্রথম সাময়িকীর সম্পাদক কে?
উত্তর : জন ক্লার্ক মার্শম্যান।
এসইউ/এবিএস