ভিডিও EN
  1. Home/
  2. আজকের আয়োজন

সাধারণ জ্ঞান : বাংলা সাহিত্যে প্রথম- ২য় পর্ব

প্রকাশিত: ০৭:৫১ এএম, ২০ জুন ২০১৬

বাংলা সাহিত্যের ইতিহাস হাজার বছরের। প্রাচীন কাল থেকেই বাংলা সাহিত্য উৎকর্ষতার সাথে এগিয়ে যাচ্ছে। নানাবিধ পরিবর্তনের মধ্যদিয়ে বর্তমান ধারায় এসেছে পৌঁছেছে। হয়তো ভবিষ্যতে আরো কোনো পরিবর্তন হবে। তবে শুরুর দিকে যা সৃষ্টি হয়েছে, তা আজও স্মরণীয়। সেই স্মরণীয় বিষয় নিয়েই আজকের আয়োজনের ২য় পর্ব-

১. প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের প্রকাশকাল কত?
উত্তর : ১৮৫৭ সাল।

২. প্রশ্ন : বাংলা ভাষায় রচিত প্রথম প্রণয়োপাখ্যান কী?
উত্তর : ইউসুফ-জোলেখা।

৩. প্রশ্ন : ‘ইউসুফ-জোলেখা’র রচয়িতা কে?
উত্তর : শাহ মুহম্মদ সগীর।

৪. প্রশ্ন : ‘ইউসুফ-জোলেখা’র প্রকাশকাল কত?
উত্তর : ১৪-১৫ শতকের মধ্যে।

৫. প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস কোনটি?
উত্তর : কপালকুণ্ডলা।

৬. প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাসের রচয়িতা কে?
উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

৭. প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস কবে প্রকাশ হয়?
উত্তর : ১৮৬৬ সাল।

৮. প্রশ্ন : বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কোনটি?
উত্তর : পর্তুগীজ বাংলা ব্যাকরণ।

৯. প্রশ্ন : বাংলা ভাষার প্রথম ব্যাকরণের রচয়িতা কে?
উত্তর : ম্যানুয়েল দ্যা অাসসুম্পসাও।

১০. প্রশ্ন : বাংলা ভাষার প্রথম ব্যাকরণের প্রকাশকাল কত?
উত্তর : ১৭৩৪ সাল।

১১. প্রশ্ন : বাংলা ভাষায় রচিত প্রথম প্রবন্ধ গ্রন্থ কোনটি?
উত্তর : বেদান্ত।

১২. প্রশ্ন : বাংলা ভাষায় রচিত প্রথম প্রবন্ধ গ্রন্থের লেখক কে?
উত্তর : রাজা রামমোহন রায়।

১৩. প্রশ্ন : বাংলা ভাষায় রচিত প্রথম প্রবন্ধ গ্রন্থের প্রকাশকাল কত?
উত্তর : ১৮১৫ সাল।

১৪. প্রশ্ন : বাংলা ভাষায় রচিত প্রথম সামাজিক নাটক কোনটি?
উত্তর : কুলীনকূলসর্বস্ব।

১৫. প্রশ্ন : ‘কুলীনকূলসর্বস্ব’ নাটকের রচয়িতা কে?
উত্তর : রামনারায়ণ তর্করত্ন।

১৬. প্রশ্ন : ‘কুলীনকূলসর্বস্ব’ নাটকের প্রকাশকাল কবে?
উত্তর : ১৮৫৪ সাল।

১৭. প্রশ্ন : বাংলা ভাষায় রচিত প্রথম প্রহসন কোনটি?
উত্তর : একেই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়ে রোঁ।

১৮. প্রশ্ন : বাংলা ভাষায় প্রথম প্রহসন রচনা করেন কে?
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত।

১৯. প্রশ্ন : বাংলা ভাষার প্রথম প্রহসনের প্রকাশকাল কবে?
উত্তর : ১৮৫৯ সাল।

২০ . প্রশ্ন : বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি?
উত্তর : ভদ্রার্জুন।

এসইউ/এবিএস

আরও পড়ুন