ভিডিও EN
  1. Home/
  2. আজকের আয়োজন

সাধারণ জ্ঞান : সাহিত্য ও সংস্কৃতি

প্রকাশিত: ১০:২৫ এএম, ১৪ জুন ২০১৬

যেকোনো পরীক্ষায় সাধারণ জ্ঞানে সাহিত্য ও সংস্কৃতি থেকে প্রশ্ন বাধ্যতামূলক। একটু চর্চা থাকলে খুব সহজেই এ অংশ থেকে নম্বর সংগ্রহ করা সম্ভব। তাই ‘সাহিত্য ও সংস্কৃতি’ নিয়ে আজকের আয়োজন।

১. প্রশ্ন : ‘আমার সন্তান যেন থাকে দুধেভাতে’- এ প্রার্থনাটি কার?
উত্তর : ঈশ্বরী পাটনী।

২. প্রশ্ন : ‘প্রভাবতী সম্ভাষণ’ কার রচনা?
উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

৩. প্রশ্ন : ‘চতুর্দশপদী কবিতাবলী’ কার রচনা?
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত।

৪. প্রশ্ন : ‘বিষের বাঁশী’ কার রচিত গ্রন্থ?
উত্তর : কাজী নজরুল ইসলাম।

৫. প্রশ্ন : ‘কবর’ নাটক কার রচনা?
উত্তর : মুনীর চৌধুরী।

৬. প্রশ্ন : ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’- কে বলেছেন?
উত্তর : চণ্ডীদাস।

৭. প্রশ্ন : কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা?
উত্তর : চতুরঙ্গ।

৮. প্রশ্ন : ‘কয়েকটি কবিতা’ কোন ধরনের বই?
উত্তর : কাব্যগ্রন্থ।

৯. প্রশ্ন : ‘সাজাহান’ কী?
উত্তর : নাটক।

১০. প্রশ্ন : ‘আবোল-তাবোল’ কার লেখা?
উত্তর : সুকুমার রায়।

১১. প্রশ্ন : ‘লালসালু’ উপন্যাসটির লেখক কে?
উত্তর : সৈয়দ ওয়ালীউল্লাহ।

১২. প্রশ্ন : বাংলা একাডেমির মূল ভবনের নাম কী ছিল?
উত্তর : বর্ধমান হাউজ।

১৩. প্রশ্ন : ‘চাঁদের হাট’ অর্থ কী?
উত্তর : প্রিয়জন সমাগম।

১৫. প্রশ্ন : ‘সুচিষ্মিতা’ বানানটির শুদ্ধরূপ কী?
উত্তর : সুচিস্মিতা।

১৬. প্রশ্ন : ‘কর্মে যার ক্লান্তি নেই’- এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী?
উত্তর : অক্লান্ত কর্মী।

১৭. প্রশ্ন : কখনো কখনো বাক্যে কী উহ্য থাকতে পারে?
উত্তর : ক্রিয়াপদ।

১৮. প্রশ্ন : ‘ব্রজবুলি’ বলতে কী বোঝায়?
উত্তর : মৈথিলী ভাষার একটি উপভাষা।

১৯. প্রশ্ন : ‘The Asian Drama’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : গুনার মিরডাল।

২০. প্রশ্ন : ‘হ্যারি পটার’ কী?
উত্তর : সাম্প্রতিককালের সর্বাধিক বিক্রিত শিশুতোষ বই।

এসইউ/এমএস

আরও পড়ুন