ভিডিও EN
  1. Home/
  2. আজকের আয়োজন

সাধারণ জ্ঞান : মানবদেহ- ১ম পর্ব

প্রকাশিত: ১২:৫৩ পিএম, ২৯ মে ২০১৬

দৈনন্দিন বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় মানবদেহ। আমরা মানুষ; অথচ আমরাই মানবদেহ সম্পর্কে কতটুকু জানি? মানবদেহের কয়টি অঙ্গের নাম ও ব্যবহার বলতে পারি? পারি না। কিন্তু মানুষ হিসেবে আমাদের প্রত্যেকেরই মানবদেহ সম্পর্কে জেনে রাখা জরুরি। তাই মানবদেহ নিয়ে আজকের আয়োজনের ১ম পর্ব।

১. প্রশ্ন : সেলসিয়াস স্কেলে মানবদেহের স্বাভাবিক উষ্ণতা কত?
উত্তর : ৩৬.৯ ডিগ্রি।

২. প্রশ্ন : স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ কত?
উত্তর : ১৫ পাউন্ড।

৩. প্রশ্ন : সিস্টোলিক চাপ বলতে কী বোঝায়?
উত্তর : হৃৎপিণ্ডের সংকোচন চাপ।

৪. প্রশ্ন : ডায়োস্টোল চাপ বলতে কী বোঝায়?
উত্তর : হৃৎপিণ্ডের প্রসারণ।

৫. প্রশ্ন : রক্তে হিমোগ্লোবিন থাকে কোথায়?
উত্তর : লোহিত কণিকায়।

৬. প্রশ্ন : রক্তের লোহিত কণিকা তৈরি হয় কোথায়?
উত্তর : অস্থিমজ্জায়।

৭. প্রশ্ন : মানবদেহে মোট কশেরুকার সংখ্যা কত?
উত্তর : ৩৩টি।

৮. প্রশ্ন : মানুষের মুখে কর্তণ দাতের সংখ্যা কত?
উত্তর : ২০টি।

৯. প্রশ্ন : রক্ত কত প্রকার?
উত্তর : ৩ প্রকার।

১০. প্রশ্ন : হিমোগ্লোবিনের কাজ কী?
উত্তর : অক্সিজেন ও কার্বন-ডাই-অক্সাইড বহন করা।

১১. প্রশ্ন : পালমোনারি (ফুসফুসীয়) শিরা কী বহন করে?
উত্তর : অক্সিজেনবাহী রক্ত।

১২. প্রশ্ন : মানবদেহের হৃৎপিণ্ড কত প্রকোষ্ঠ বিশিষ্ট?
উত্তর : চার প্রকোষ্ঠ বিশিষ্ট।

১৩. প্রশ্ন : লোহিত কণিকার আয়ুষ্কাল কত দিন?
উত্তর : ৫-৬ দিন।

১৪. প্রশ্ন : অণুচক্রিকার গড় আয়ু কত দিন?
উত্তর : ১০ দিন।

১৫. প্রশ্ন : রক্তশূন্যতা বলতে কী বোঝায়?
উত্তর : রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া।

১৬. প্রশ্ন : রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে?
উত্তর : ল্যান্ড স্টিনার।

১৭. প্রশ্ন : বিলিরুবিন কোথায় তৈরি হয়?
উত্তর : যকৃতে।

১৮. প্রশ্ন : বক্ষ গহ্বর ও উদর পৃথক রাখে কে?
উত্তর : ডায়াফ্রাম।

১৯. প্রশ্ন : কিডনির কার্যকরী একক কী?
উত্তর : নেফরন।

২০. প্রশ্ন : প্রস্রাবের ঝাঁঝালো গন্ধের জন্য দায়ি পদার্থের নাম কী?
উত্তর : এমোনিয়া।

এসইউ/পিআর

আরও পড়ুন