সাধারণ জ্ঞান : মঙ্গলকাব্য- ১ম পর্ব
মঙ্গলকাব্য বাংলা সাহিত্যের মধ্যযুগে বিশেষ এক শ্রেণির ধর্মবিষয়ক আখ্যান। যে কাব্যে দেবতার আরাধনা, মাহাত্ম্য-কীর্তন করা হয়। যে কাব্য শুনলে মঙ্গল- না শুনলে অমঙ্গল; যে কাব্য মঙ্গলাধার, এমন কি যে কাব্য ঘরে রাখলে মঙ্গল হয় তা-ই মঙ্গলকাব্য। সেই মঙ্গলকাব্য নিয়ে আজকের আয়োজনের ১ম পর্ব।
১. প্রশ্ন : মঙ্গলকাব্য কী?
উত্তর : ধর্মবিষয়ক আখ্যান।
২. প্রশ্ন : মঙ্গলকাব্যের উপজীব্য কী?
উত্তর : দেবদেবীর গুণগান মঙ্গলকাব্যর উপজীব্য। স্ত্রী দেবীদের প্রধান্য এবং মনসা ও চণ্ডীই এদের মধ্যে গুরুত্বপূর্ণ।
৩. প্রশ্ন : মঙ্গলকাব্য প্রধানত কত প্রকার?
উত্তর : মঙ্গলকাব্য প্রধানত দু’প্রকার।
৪. প্রশ্ন : মঙ্গলকাব্য প্রধানত কী কী?
উত্তর : পৌরাণিক ও লৌকিক মঙ্গলকাব্য।
৫. প্রশ্ন : উল্লেখযোগ্য পৌরাণিক মঙ্গলকাব্য কী কী?
উত্তর : অন্নদামঙ্গল, কমলামঙ্গল, দূর্গামঙ্গল।
৬. প্রশ্ন : সর্বাপেক্ষা প্রাচীনতম মঙ্গলকাব্য ধারা কোনটি?
উত্তর : মনসামঙ্গল।
৭. প্রশ্ন : সর্বাপেক্ষা জনপ্রিয় মনসামঙ্গল কাহিনি কোনটি?
উত্তর : চাঁদ সদাগরের বিদ্রোহ ও বেহুলার সতীত্ব কাহিনি।
৮. প্রশ্ন : মনসামঙ্গল কাব্য কোন দেবীর কাহিনি নিয়ে রচিত?
উত্তর : দেবী মনসা’র কাহিনি।
৯. প্রশ্ন : মনসামঙ্গলের উল্লেখযোগ্য চরিত্র কী?
উত্তর : মনসাদেবী, চাঁদ সদাগর, বেহুলা, লক্ষ্মীন্দর।
১০. প্রশ্ন : মনসামঙ্গলের আদি কবি কে?
উত্তর : কানা হরিদত্ত।
১১. প্রশ্ন : কোন রাজার সময় মনসামঙ্গল কাব্য রচিত হয়?
উত্তর : সুলতান হুসেন শাহের সময়ে।
১২. প্রশ্ন : মনসামঙ্গলের অন্যতম কবি নারায়ণ দেবের জন্মস্থান কোথায়?
উত্তর : বর্তমান কিশোরগঞ্জ জেলায়।
১৩. প্রশ্ন : কবি নারায়ণ দেবের কাব্যের নাম কী?
উত্তর : পদ্মপুরাণ।
১৪. প্রশ্ন : মনসামঙ্গলের অন্যতম কবি বিজয় গুপ্তের জন্মস্থান কোথায়?
উত্তর : বরিশাল জেলার বর্তমান গৈলা গ্রামে।
১৫. প্রশ্ন : বর্তমান গৈলা গ্রামের প্রাচীন নাম কী?
উত্তর : ফুলশ্রী।
১৬. প্রশ্ন : মনসা বিজয় কাব্যগ্রন্থের রচিয়তা কে?
উত্তর : বিপ্রদাস পিপিলাই।
১৭. প্রশ্ন : মনসা বিজয় কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ১৪৯৫ সালে।
১৮. প্রশ্ন : মনসামঙ্গলের সুকণ্ঠ গায়ক হিসেবে কোন কবির বিশেষ খ্যাতি ছিল?
উত্তর : দ্বিজ বংশীদাস।
১৯. প্রশ্ন : দ্বিজ বংশীদাস কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : কিশোরগঞ্জ জেলার পাতুয়ারী গ্রামে।
২০. প্রশ্ন : মনসামঙ্গলের অন্যতম শ্রেষ্ঠ কবি ক্ষেমানন্দের উপাধি কী ছিল?
উত্তর : কেতকা দাস।
এসইউ/এমএস