ভিডিও EN
  1. Home/
  2. আজকের আয়োজন

সাধারণ জ্ঞান : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- ২য় পর্ব

প্রকাশিত: ০৫:৩৯ এএম, ২১ মে ২০১৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, ‘বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে।’ কবির সে কথা আজ সত্য। প্রযুক্তির ছোঁয়ায় এখন অনেক অসম্ভবই সম্ভব হয়ে উঠেছে। বদলে গেছে পুরো পৃথিবী। পরিবর্তনের ছোঁয়া লেগেছে বাংলাদেশেও। তাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উৎকর্ষতা নিয়ে আজকের আয়োজনের ২য় পর্ব।

১. প্রশ্ন : বাংলদেশ বেতারের সদর দফতর কোথায়?
উত্তর : ঢাকার আগারগাঁওয়ে।

২. প্রশ্ন : স্বাধীনবাংলা বেতার কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছিল?
উত্তর : চট্টগ্রামের কালুরঘাট।

৩. প্রশ্ন : রেডিও পাকিস্তানের নাম কবে ঢাকা বেতার কেন্দ্র রাখা হয়?
উত্তর : ০৪ মার্চ ১৯৭১।

৪. প্রশ্ন : জাতীয় সংসদে কবে বেতার-টিভির স্বায়ত্বশাসন বিল পাস হয়?
উত্তর : ১২ জুলাই ২০০১।

৫. প্রশ্ন : বেসরকারি রেডিও স্টেশনের নাম কী?
উত্তর : রেডিও মেট্রোওয়েভ।
 
৬. প্রশ্ন : বর্তমানে কয়টি বেসরকারি এফএম রেডিও স্টেশন চালু আছে?
উত্তর : ১১টি (বাড়তে পারে)।

৭. প্রশ্ন : বর্তমানে চালুকৃত বেসরকারি এফএম রেডিও স্টেশনগুলো কী কী?
উত্তর : রেডিও টুডে, রেডিও ফুর্তি, রেডিও এবিসি, রেডিও ধ্বনি, এশিয়ান রেডিও, রেডিও নেক্সট, এশিয়াটিক রেডিও, পিপলস রেডিও, সিটি এফএম, রেডিও স্পাইস ও রেডিও আমার।

৮. প্রশ্ন : বাংলাদেশে কবে প্রথম টেলিভিশন কেন্দ্র স্থাপন করা হয়?
উত্তর : ২৫ ডিসেম্বর ১৯৬৪ সাল।

৯. প্রশ্ন : বাংলাদেশে কবে রঙিন টেলিভিশন চালু হয়?
উত্তর : ১ ডিসেম্বর ১৯৮০।
 
১০. প্রশ্ন : ঢাকার রামপুরায় কবে টেলিভিশন কেন্দ্র স্থাপন করা হয়?
উত্তর : ১৯৭৫ সাল।

১১. প্রশ্ন : বাংলাদেশ টেলিভিশনের পূর্ণাঙ্গ কেন্দ্র কয়টি?
উত্তর : ০২ টি।
 
১২. প্রশ্ন : চট্টগ্রামে পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্রটি স্থাপন করা হয়?
উত্তর : ১৯ ডিসেম্বর ১৯৯৬।
 
১৩. প্রশ্ন : বাংলাদেশ টেলিভিশনের উপকেন্দ্র কয়টি?
উত্তর : ১৪টি।

১৪. প্রশ্ন : বাংলাদেশ টেলিভিশনের প্রথম নাটক কোনটি?
উত্তর : একতলা দোতলা।

১৫. প্রশ্ন : বাংলাদেশ টেলিভিশনের প্রথম নাটক কবে প্রচার হয়?
উত্তর : ফেব্রুয়ারি, ১৯৬৫।

১৬. প্রশ্ন : বাংলাদেশ টেলিভিশনের প্রথম সংগীত শিল্পী কে?
উত্তর : ফেরদৌসী রহমান।

১৭. প্রশ্ন : বাংলাদেশ টেলিভিশনের প্রথম অনুষ্ঠান কী?
উত্তর : ৫০ মিনিটের ইংরেজি সিনেমা।

১৮. প্রশ্ন : বাংলাদেশ টেলিভিশনের প্রথম সংবাদ পাঠক কে?
উত্তর : হুমায়ুন চৌধুরী।

১৯. প্রশ্ন : বাংলাদেশ টেলিভিশনের প্রথম ইংরেজি সংবাদ পাঠক কে?
উত্তর : আলম রশীদ।

২০. প্রশ্ন : বাংলাদেশ টেলিভিশনের প্রথম অনুষ্ঠান পরিচালক কে?
উত্তর : কলিম শরাফী।

এসইউ/এমএস

আরও পড়ুন