ভিডিও EN
  1. Home/
  2. আজকের আয়োজন

বাণী-বচন : ১৫ আগস্ট ২০১৯

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:২২ এএম, ১৫ আগস্ট ২০১৯

বাণী:
গতির লক্ষ্য এক কিন্তু তাহার পথ অনেক। সব নদীই সাগরের দিকে চলিয়াছে, কিন্তু সবাই এক নদী হইয়া চলে নাই।
চলে নাই সে আমাদের ভাগ্য। -রবীন্দ্রনাথ ঠাকুর

স্বার্থ ত্যাগ করিতে হইলে দুঃখকষ্ট সহ্য করিতেই হইবে, ত্যাগ আরাম কেদারায় শুইয়া হয় না।
-কাজী নজরুল ইসলাম

বচন
মার মায়াই মায়া
বটের ছায়াই ছায়া।
অর্থ : বটগাছের ছায়ার যেমন তুলনা হয় না, তেমনি মায়ের মমতার কোন তুলনা হয় না- এ কথা বোঝাতে বলা হয়।

এইচআর/জেআইএম