ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

এক অ্যাপেই কক্সবাজার ভ্রমণের সব তথ্য

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০৬:৩০ পিএম, ০১ জানুয়ারি ২০২৫

কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত। অসংখ্য পর্যটকের সমাগম ঘটে এখানে। তাই তো জেলা প্রশাসন কক্সবাজারের উদ্যোগ ও পরিকল্পনায় পর্যটকদের ব্যক্তিগত ভ্রমণ নির্দেশিকা হিসেবে তৈরি করা হয়েছে ‘ভ্রমণিকা’ অ্যাপ। পর্যটকদের জন্য প্রয়োজনীয় সব তথ্য আছে এ অ্যাপে, একেবারে হাতের মুঠোয়।

আবাসন

সমুদ্রনগরী ভ্রমণের পরিকল্পনায় প্রথমেই প্রয়োজন আবাসন। কক্সবাজারের হোটেল, মোটেল, রিসোর্টের তথ্য এই অ্যাপে সন্নিবেশিত আছে। একজন পর্যটক কক্সবাজারের যে স্পট বা যে সৈকতের কাছাকাছি থাকতে চান; সে অনুযায়ী সহজেই হোটেল, মোটেল, রিসোর্ট খুঁজে নিতে পারবেন। পর্যায়ক্রমে সব হোটেল-মোটেলের তথ্য যুক্ত করা হচ্ছে।

পরিবহন

কক্সবাজার ভ্রমণের প্রয়োজনীয় যাতায়াতের জন্য বাস, ট্রেন, বিমান ও সেন্টমার্টিনগামী জাহাজের টিকিটসহ সব তথ্য এ অ্যাপে পাওয়া যাবে। এ ছাড়া কক্সবাজার ভ্রমণে গিয়ে পর্যটকরা কোন কোন স্পটে যেতে পারেন, কীভাবে যেতে পারেন, কখন যেতে পারেন, সেখানে কী কী দেখার আছে, কী ধরনের রেস্টুরেন্ট আছে, কী কী রাইড বা অ্যাকটিভিটি আছে; এসব তথ্য পাবেন একটি অ্যাপেই। প্রতিটি স্পটের দূরত্ব, গুগল ম্যাপ ডিরেকশন ও প্রয়োজনীয় সতর্কতা নির্দেশনাও দেওয়া আছে পর্যটকদের জন্য।

নিরাপত্তা

পর্যটকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিদিনের জোয়ার-ভাটার সময় ও আবহাওয়ার পূর্ভাবাস তাৎক্ষণিকভাবে জানার ব্যবস্থা আছে এতে। আছে পর্যটকদের সচেতনতার জন্য সৈকতের বিপজ্জনক পয়েন্টের তথ্য। এ ছাড়া যে কোনো জরুরি মুহূর্তে যোগাযোগের জন্য জেলা প্রশাসনের পর্যটন ম্যাজিস্ট্রেট, ট্যুরিস্ট পুলিশ, ডাক্তার ও বিচ ভলান্টিয়ারদের প্রয়োজনীয় ফোন নম্বর দেওয়া আছে। পাশাপাশি লাইফগার্ড সার্ভিস ও অ্যাম্বুলেন্সের ফোন নম্বরও পাওয়া যাচ্ছে। এমনকি অ্যাপ থেকে সরাসরি কল করার ব্যবস্থা আছে। কক্সবাজারের যে কোনো গুরুত্বপূর্ণ খবর আপডেট পাওয়া যাবে সাথে সাথেই।

বিভিন্ন সেবা

সৈকত ভ্রমণকালে ঘোড়ায় চড়া, বিচ বাইক রাইড, জেটস্কি রাইড, লকার সার্ভিস, ফটোগ্রাফিসহ যে কোন সেবা কোথায় কখন পাওয়া যাবে, সেসব বিস্তারিত তথ্য আছে এ অ্যাপে।

যেভাবে পাবেন

গুগল প্লে স্টোরে ‘Vromonika’ নামে সার্চ করলে অ্যাপটি পাওয়া যাবে। অথবা এই লিঙ্কে থেকে অ্যান্ড্রয়েড মোবাইলে ডাউনলোড করে সহজেই ব্যবহার করা যাচ্ছে এর প্রথম সংস্করণ। শিগগির অ্যাপটির পূর্ণাঙ্গ ভার্সন পাওয়া যাবে গুগল প্লে স্টোর অ্যান্ড অ্যাপল স্টোরে।

এসইউ/জিকেএস

আরও পড়ুন