ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

কম খরচে বিশেষ দুটি ইন্টারনেট ব্যান্ডউইডথ প্যাকেজ চালু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ০৯ ডিসেম্বর ২০২৪

গ্রাহকদের খরচ কমাতে ও দ্রুতগতির নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিতের জন্য নতুন দুটি বোনাস ব্যান্ডউইডথ প্যাকেজ চালু করেছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) আইআইজি ও আইপিএলসি।

প্যাকেজ দুটি হলো— ‘আইপিএলসি বোনাস ব্যান্ডউইডথ’ ও ‘লিমিটেড ডেস্টিনেশন বোনাস ব্যান্ডউইডথ’। এ দুটি প্যাকেজের মাধ্যমে বিল বকেয়া না রাখা গ্রাহকরা বিশেষ সুবিধা পাবেন, যা ইন্টারনেট সেবাকে আরও সাশ্রয়ী ও কার্যকর করবে।

সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইপিএলসি বোনাস ব্যান্ডউইডথ প্যাকেজ
এ প্যাকেজটি নিতে পারবেন শূন্য বকেয়া আইপিএলসি গ্রাহকরা। প্যাকেজের আওতায় নতুন ১০০জি আইপিএলসি সার্কিট সংযোগ নিলে বোনাস হিসেবে তিনটি ১০জি আইপিএলসি সার্কিট বিনামূল্যে পাবেন গ্রাহকরা। তবে গ্রাহকদের বিল প্রি-পেইড ভিত্তিতে পরিশোধ করতে হবে এবং সব বকেয়া পরিশোধ নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্ন করা হবে। তাছাড়া ‘আগে আসলে আগে পাবেন ভিত্তিতে’ বোনাস ব্যান্ডউইডথ দেওয়া হবে।

লিমিটেড ডেস্টিনেশন বোনাস ব্যান্ডউইডথ প্যাকেজ বিশেষ এ প্যাকেজটি আইপি ট্রানজিট সেবার গ্রাহকদের জন্য প্রযোজ্য। এ প্যাকেজটিতে শূন্য বকেয়ার গ্রাহকরা ৫০ শতাংশ অতিরিক্ত ব্যান্ডউইডথ বোনাস হিসেবে পাবেন। সুবিধাটি শুধু বিএসসিপিএলসির কুয়াকাটা বা কক্সবাজার পপ থেকে সরবরাহ করা হবে।

প্যাকেজ পাওয়ার প্রথম শর্ত হলো— বিল কোনো বকেয়া রাখা যাবে না এবং প্রি-পেইড ভিত্তিতে বিল পরিশোধ করতে হবে। এ বোনাস ব্যান্ডউইডথের ক্ষেত্রেও ‘আগে আসলে আগে পাবেন’ নীতিমালা অনুসরণ করা হবে। প্যাকেজ দুটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য বিএসসিপিএলসির ওয়েবসাইটে {bscplc.gov.bd} পাওয়া যাবে।

এদিকে, নতুন দুটি প্যাকেজ চালু করায় গ্রাহকদের ইন্টারনেট ব্যান্ডউইডথ ব্যবহার আরও সাশ্রয়ী এবং ইন্টারনেট সেবার গুণগত মান নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।

এএএইচ/এমএএইচ/