ডিএসসিসির যেসব স্থান ফ্রি ওয়াইফাইয়ের আওতায়
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) এর উদ্যোগে নগরীর ৫০টি গুরত্বপূর্ণ জনসমাগমস্থলে ফ্রি ওয়াইফাই জোন চালু হচ্ছে। এসব স্থানে দর্শনার্থীরা তাদের স্মার্ট ফোন ল্যাপটপে স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেট সংযোগ পেয়ে যাবেন।
যেসব স্থান ফ্রি ওয়াইফাইয়ের আওতায় আসছে :
বঙ্গবন্ধু জাদুঘর, বঙ্গবন্ধু এভিনিউ, রাসেল স্কোয়ার, কেন্দ্রীয় শহীদ মিনার, অপারজেয় বাংলা, আহসান মঞ্জিল, লালাবাগ কেল্লা, কার্জন হল, কমলাপুর রেলওয়ে স্টেশন, বাহাদুর শাহ পার্ক, রমনা পার্ক, বলধা গার্ডেন, কেন্দ্রীয় শিশু পার্ক, ধানমন্ডি লেক, মহানগর নাট্যমঞ্চ, সায়েন্স এ্যানেক্স ভবন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, নগর ভবন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জোন ২, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জোন ৩, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জোন ৫, সায়েদাবাদ বাস টার্মিনাল।
ফুলবাড়ি বাস টার্মিনাল, সদরঘাট লঞ্জ টার্মিনাল, ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল, ঢাকা মহানগর শিশু হাসপাতাল, নাজিরা বাজার মাতৃসনদ, নিউমার্কেট, মেয়র হানিফ কমিউনিটি সেন্টার, সেগুনবাগিচা কমিউনিটি সেন্টার, ধানমন্ডি ভূতের গলি কমিউনিটি সেন্টার, বাসাবো কমিউনিটি সেন্টার, কাজী বশির মিলনায়তন, পল্টন কমিউনিটি সেন্টার, নবাবগঞ্জ সাত শহীদ কমিউনিটি সেন্টার, হাজী গোলাম মোর্শেদ কমিউনিটি সেন্টার, হাজী খলিল সরদার কমিউনিটি সেন্টার।
এছাড়া আজিমপুর মিনি কমিউনিটি সেন্টার, হাজী গণি সরদার কমিউনিটি সেন্টার, হাজী জুম্মান কমিউনিটি সেন্টার, ফজলুল করিম কমিউনিটি সেন্টার, নর্থ ব্রুক হল লাইব্রেরি, বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টার, মাজেদা সরদার কমিউনিটি সেন্টার, সূত্রাপুর কমিউনিটি সেন্টার, ধোলপুর কমিউনিটি সেন্টার, ফকিরচাঁদ কমিউনিটি সেন্টার, সারাফাতগঞ্জ কমিউনিটি সেন্টার, যাত্রাবাড়ী কমিউনিটি সেন্টার, জহির রায়হান সংস্কৃতি কেন্দ্র ফ্রি ওয়াইফাইয়ের আওতার্ভুক্ত।
এএস/জেএইচ/আরআইপি