হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে নতুন ফিচার, যেসব সুবিধা পাবেন
ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে নতুন ফিচার আনছে প্ল্যাটফর্মটি। এবার ব্যবহারকারীদের চ্যাটের অভিজ্ঞতা আরও ভালো করতেই নতুন ফিচার যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। এবার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আসছে নতুন ফিচার।
হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ওয়েবিটাইনফো জানিয়েছে, হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস আপডেটে কনটেন্ট স্টিকার যুক্ত করা যাবে। এর আগে শোনা গিয়েছিল, হোয়াটসঅ্যাপ সংস্থা স্ট্যাটাস আপডেটের জন্য পোল স্টিকার লঞ্চ করতে চলেছে।
হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে পোল স্টিকার চালু হলে আরও বেশি ইউজার এই ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপে সংযুক্ত হবে। অর্থাৎ ইউজার ইন্টার্যাকশন বাড়বে হোয়াটসঅ্যাপে। এই ফিচার ইন-চ্যাট পোলের মতোই কাজ করবে। তবে শুধু হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসেই এই ফিচার কার্যকর হবে।
হোয়াটসঅ্যাপ বিটা অ্যান্ড্রয়েড লেটেস্ট ভার্সনেই নতুন ফিচার চালু হবে বলে জানা গিয়েছে। হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে আরও বেশি কনটেন্ট স্টিকার যুক্ত করা যাবে। ‘অ্যাড ইয়োর্স’ এই ফিচারের সাহায্যেই হবে কাজ। ইনস্টাগ্রামেও রয়েছে এই ফিচার। ইন্সটাগ্রামে থাকা ‘অ্যাড ইয়োর্স’ ফিচারের সাহায্যে ইউজাররা নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে পাবলিক থ্রেড তৈরি করতে পারে।
ইন্সটাগ্রামের মতো ফিচার হলেও হোয়াটসঅ্যাপে এই ফিচার কাজ করবে একটু অন্যভাবে। কারো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করা কনটেন্ট স্টিকার এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মধ্যমে সুরক্ষিত থাকবে। সীমিত সংখ্যক ইউজার তা দেখতে পাবেন।
আপাতত হোয়াটসঅ্যাপ সংস্থা এই ফিচার নিয়ে কাজ করছে। প্রথমে বিটা ভার্সানে চালু হবে এই ফিচার। তারপর পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হলে সব ইউজারদের জন্য চালু হবে এই ফিচার। অনুমান আগামী দিনে হয়তো অ্যান্ড্রয়েড ভার্সানেও এই ফিচার চালু হবে।
- আরও পড়ুন
ম্যাক ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
ইনস্টাগ্রামের জনপ্রিয় ফিচার পাবেন হোয়াটসঅ্যাপে
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
কেএসকে/জেআইএম