বৃষ্টির দিনে ওয়াই-ফাই স্লো হলে যা করবেন
প্রায় সবাই এখন ঘরে ওয়াই-ফাই ব্যবহার করেন। তবে অনেক বেশি স্পিডের ইন্টারনেট নিয়েও দেখা যায় ঠিকভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না। ওয়াইফাই সংযোগ করেও ভিডিও দেখতে গিয়ে বারবার লোডিং হতে থাকে। কোনো ব্রাউজার সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারছেন না। বৃষ্টির সময় এই সমস্যা আরও বেশি হয়।
দেখে নিন বৃষ্টির দিনে ওয়াই-ফাই স্লো হলে যা করবেন-
রাউটার পুনরায় চালু করুন
রাউটারটি কিছু সময়ের জন্য বন্ধ করে আবার চালু করলে অনেক সময় সমস্যা সমাধান হয়।
রাউটারের অবস্থান পরিবর্তন করুন
রাউটারটি এমন স্থানে রাখুন যেখানে সিগন্যাল ভালোভাবে পৌঁছায়, যেমন উঁচু স্থানে বা কেন্দ্রে।
অন্য ডিভাইস সংযোগ বিচ্ছিন্ন করুন
আপনার নেটওয়ার্কে অনেক ডিভাইস সংযুক্ত থাকলে স্পিড কমে যেতে পারে। অপ্রয়োজনীয় ডিভাইসগুলো বিচ্ছিন্ন করুন।
কেবল সংযোগ ব্যবহার করুন
যদি সম্ভব হয়, সরাসরি ইথারনেট কেবল ব্যবহার করে সংযোগ করুন। এটি অনেক সময় বেশি স্থিতিশীল।
ফার্মওয়্যার আপডেট
রাউটারের ফার্মওয়্যার আপডেট করুন। অনেক সময় নতুন আপডেট সমস্যা সমাধান করতে পারে।
স্পিড টেস্ট করুন
স্পিড টেস্ট করে দেখুন আপনার ইন্টারনেটের স্পিড আসলে কত।
সূত্র: সিনেট
কেএসকে/জিকেএস