ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

ওয়াশিং মেশিন দীর্ঘদিন ভালো রাখতে কীভাবে যত্ন নেবেন?

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০৫:০৭ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৪

অনেকেই বাড়িতে ওয়াশিং মেশিন ব্যবহার করেন। ঘরের অনেক বড় একটি কাজ কাপড় ধোয়ার ঝামেলা অনেক সহজ করে দিয়েছে ওয়াশিং মেশিন। কোনো পরিশ্রম ছাড়াই এতে জামাকাপড় ঝকঝকে হয় এবং সময়ও অনেকটা বাঁচে।

প্রতিটি ইলেকট্রনিক জিনিসের মতো ওয়াশিং মেশিনেরও নিয়মিত যত্ন প্রয়োজন। নাহলে ওয়াশিং মেশিনে কাপড় ঠিকভাবে পরিষ্কার হয় না, কাপড় দ্রুত নষ্ট হয়ে যায়, এমনকি মেশিনও নষ্ট হয় দ্রুত। জেনে নিন কীভাবে আপনি আপনার ওয়াশিং মেশিনের আয়ু ও কার্যক্ষমতা বৃদ্ধি করতে পারেন-

১. নিয়মিত পরিষ্কার করুন

ওয়াশিং মেশিনের ড্রাম ও ফিল্টার নিয়মিত পরিষ্কার করা গুরুত্বপূর্ণ। প্রতি মাসে একবার মেশিনের ভেতর ১ কাপ ভিনিগার অথবা বেকিং সোডা দিয়ে অন করে রাখুন কিছুক্ষণ। এটি মেশিনের ভেতরের গন্ধ দূর করবে এবং পরিষ্কার রাখতে সহায়তা করবে।

২. সঠিক ডিটারজেন্ট ব্যবহার করুন

মেশিনের ধরন অনুযায়ী সঠিক ডিটারজেন্ট নির্বাচন করুন। অতি পরিমাণে ডিটারজেন্ট ব্যবহার করবেন না, কারণ এটি ফোম তৈরি করতে পারে এবং মেশিনের যন্ত্রাংশে ক্ষতি করতে পারে।

৩. শুকনো রাখুন

ওয়াশিং মেশিন ব্যবহারের পর দরজা ও ড্রাম খুলে রাখুন। এটি মেশিনের ভেতর থেকে আর্দ্রতা বের হতে সাহায্য করবে, ফলে ব্যাকটেরিয়া ও দুর্গন্ধের সৃষ্টি হবে না।

৪. লোডের সঠিক পরিমাণ

মেশিনের ওয়েট ক্যাপাসিটি অনুযায়ী কাপড় লোড করুন। অতিরিক্ত লোড করলে মেশিনের মোটর ও অন্যান্য যন্ত্রাংশে চাপ পড়ে, যা মেশিনের আয়ুকে কমিয়ে দেয়।

৫. হোস ও সংযোগ পরীক্ষা করুন

ওয়াশিং মেশিনের হোস ও সংযোগ পয়েন্টগুলো নিয়মিত পরীক্ষা করুন। যে কোনো ধরনের ফাঁটল বা ক্ষতি দেখা দিলে দ্রুত মেরামত করুন। এটি পানি নিঃসরণের সমস্যা এড়াতে সাহায্য করবে।

৬. সার্ভিসিং

প্রতি বছর একটি প্রফেশনাল সার্ভিসিং করানো উচিত। এতে যান্ত্রিক সমস্যা দ্রুত শনাক্ত করা যাবে এবং মেশিনের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে।

৭. ব্যবহারকারীর নির্দেশনা অনুসরণ করুন

মেশিনের সঙ্গে দেওয়া ব্যবহারকারী গাইডটি ভালোভাবে পড়ুন। সেখানে উল্লেখিত নির্দেশনা অনুসরণ করলে মেশিনের সঠিক ব্যবহার নিশ্চিত হবে।

কেএসকে/জিকেএস

আরও পড়ুন