ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

১৫ মিনিট চার্জে ১৫০ কিলোমিটার চলবে এই ই-কার

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ১৩ আগস্ট ২০২৪

বিশ্বের প্রায় সব দেশেই জনপ্রিয় হয়ে উঠেছে বৈদ্যুতিক গাড়ি। ফলে সব গাড়ি সংস্থাই তাদের নিজস্ব একের পর এক বৈদ্যুতিক গাড়ি আনছে বাজারে। এবার টাটা নতুন একটি কার্ভ ইভি আনছে বাজারে। সানরুফ থেকে শুরু করে বড় টাচস্ক্রিন, সেফটি ফিচার্স সবই রয়েছে গাড়িতে। দারুণ মাইলেজ পাবেন গাড়িতে, সেই সঙ্গে এতে দেওয়া হয়েছে আধুনিক ডিজাইন এবং বৈশিষ্ট্য।

গাড়িজুড়ে দেখা যাবে এলইডি টেল লাইট। গাড়ির ভেতরে রয়েছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম। তার সঙ্গে রয়েছে প্যানারমিক সানরুফ, ওয়্যারলেস চার্জিং, অ্যাডজাস্টেবেল ড্রাইভার সিট, ইলেক্ট্রনিক পার্কিং ব্রেক ইত্যাদি।

আরও পড়ুন

গাড়িতে সুরক্ষার জন্য দেওয়া হয়েছে ৬টি এয়ারব্যাগ, লেভেল ২ অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম, ডিস্ক ব্রেক, অটো-হোল্ড, এমার্জেন্সি ব্রেকিং-সহ একাধিক ফিচার্স।

টাটা কার্ভ গাড়ির একাধিক ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে কোম্পানি। বেস মডেলে ৪৫ কিলোয়াট হাওয়ার ব্যাটারি, যা ফুল চার্জে ৫০২ কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম। টপ মডেলে রয়েছে ৫৫ কিলোওয়াট হাওয়ার ব্যাটারি, যা ফুল চার্জে নন-স্টপ ৫৮৫ কিলোমিটার নিয়ে যাবে। এটি টাটা মোটরসের এখনও পর্যন্ত সবচেয়ে লং রেঞ্জ ইলেকট্রিক গাড়ি।

গাড়িটির দাম ভারতীয় বাজারে ১৭ লাখ ৪৯ হাজার থেকে ২১ লাখ ৯৯ হাজার রুপি। এই দামগুলো ভ্যারিয়েন্ট অনুযায়ী কম বেশি হবে। খুব শিগগির বাজারে আসতে পারে গাড়িটি। এছাড়া আরও বেশ কয়েকটি বৈদ্যুতিক গাড়ি বাজারে আনবে সংস্থা।

আরও পড়ুন

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, কারদেখো

কেএসকে/এমএস

আরও পড়ুন