ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

ছোট্ট একটি কাজ করলেই বাইকের মাইলেজ বাড়বে

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০৩:২৬ পিএম, ১১ জুলাই ২০২৪

যারা নিয়মিত বাইক ব্যবহার করেন তাদের সবচেয়ে বেশি চিন্তার বিষয় হচ্ছে, কীভাবে বাইকের মাইলেজ বাড়ানো যায়। বাইক কেনার সময় মাইলেজ সম্পর্কে জেনে নেওয়া খুবই জরুরি। তবে বাইক চালানোর কিছুদিন পরই দেখা যায় মাইলেজ কমতে থাকে।

মাঝে মাঝেই দেখা যায় শখের মোটরসাইকেল ভালো মাইলেজ দিচ্ছে না! ছোট্ট একটা কাজ করলেই বাইকের মাইলেজ বাড়াতে পারবেন। বাইকের একটি ছোট স্পার্ক প্লাগ পরিবর্তন করে, বাইকটির মাইলেজ কিছুটা বাড়ানো যেতে পারে। পুরোনো স্পার্ক প্লাগ পরিবর্তন করা বাইকের মাইলেজ বাড়াতে পারেন।

চলুন জেনে নেওয়া যাক কীভাবে এটি মাইলেজ বাড়াতে পারে-

>> স্পার্ক প্লাগের আকার ইঞ্জিনের জন্য প্রস্তুতকারকের দ্বারা নির্দিষ্ট করা হয়। ভুল আকারের স্পার্ক প্লাগ ইঞ্জিনের ক্ষতি করতে পারে এবং মাইলেজ কমাতে পারে।

>> স্পার্ক প্লাগের তাপ পরিসীমাও গুরুত্বপূর্ণ। ভুল তাপ পরিসরের স্পার্ক প্লাগ ইঞ্জিনকে সঠিকভাবে কাজ করতে দেয় না এবং মাইলেজ কমাতে পারে।

>> পুরোনো, জীর্ণ বা নোংরা স্পার্ক প্লাগ ইঞ্জিনকে দক্ষতার সঙ্গে কাজ করতে বাধা দিতে পারে এবং মাইলেজ কমাতে পারে।

বাইকের মাইলেজ বাড়াতে আরও কয়েকটি কাজ করতে পারেন-

>> প্রস্তুতকারকের দ্বারা নির্দিষ্ট আকার এবং তাপ পরিসরের একটি স্পার্ক প্লাগ ব্যবহার করতে হবে।
>> প্রস্তুতকারকের সুপারিশকৃত বিরতিতে নিজেদের স্পার্ক প্লাগ নিয়মিত পরিবর্তন করতে হবে।
>> নিজেদের স্পার্ক প্লাগ পরিষ্কার এবং ময়লা মুক্ত রাখতে হবে।
>> নিজেদের বাইক নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হবে।
>> উচ্চ গতিতে বাইক চালাবেন না।
>>বাইকের জন্য সবসময় চেষ্টা করুন ভালো তেল ব্যবহার করতে।

সূত্র: দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস

কেএসকে/জিকেএস

আরও পড়ুন