ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

দুই গেমিং ইয়ারবাডস আনলো বোল্ট

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ০৪ জুলাই ২০২৪

বর্তমানে ওয়্যারলেস গ্যাজেটগুলোর জনপ্রিয়তা সবচেয়ে বেশি। বিশেষ করে হেডফোন, যেগুলোর নতুন সংস্করণ হচ্ছে ইয়ারবাড। ছোট্ট এই ব্লুটুথ ইয়ারবাডগুলো স্বাচ্ছন্দ্যে দীর্ঘক্ষণ কানে পরে থাকা যায়। পকেটে খুব সহজেই বহন করা যায়। ফলে চাহিদাও অনেক বেশি। তাই তো সব সংস্থা একের পর এক নতুন ইয়ারবাড আনছে বাজারে।

জনপ্রিয় গ্যাজেট নির্মাতা সংস্থা বোল্ট একসঙ্গে ২টি ইয়ারবাড নিয়ে এলো বাজারে। যারা ভিডিও গেম খেলতে পছন্দ করেন তাদের জন্য সবচেয়ে উপকারী হতে পারে। বোল্ট জেড৪০ এবং বোল্ট ওয়াই১-এই দুই ইয়ারবাডস ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারফোন।

মূলত গেম খেলার সময় ব্যবহার করার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে এই দুই ইয়ারবাডস। এখানে রয়েছে কোমব্যাট গেমিং মোড এবং ৪০ এমএস আলট্রা লো ল্যাটেন্সি। বোল্ট সংস্থার নতুন দুই ইয়ারবাডসে রয়েছে ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি। একসঙ্গে এই ইয়ারবাডসগুলো দুটো ডিভাইসের সঙ্গে সংযুক্ত রাখা সম্ভব। এছাড়াও বোল্ট সংস্থার এই দুই গেমিং ইয়ারবাডসে রয়েছে ব্লুটুথ ৫.৪ কানেক্টিভিটির সাপোর্ট।

বোল্ট জেড৪০ ইয়ারবাডসে একবার পুরো চার্জ দিলে ৬০ ঘণ্টা পর্যন্ত ডিভাইস চালু থাকবে। এই ইয়ারবাডসে রয়েছে আরজিবি লাইটের সাপোর্ট। এই ইয়ারবাডসে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্টও রয়েছে।

এছাড়াও বোল্ট জেড৪০ ইয়ারবাডসে রয়েছে টাচ কন্ট্রোল। ভয়েস অ্যাসিসট্যান্ট সাপোর্ট। এটি একটি ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। আইওএস এবং অ্যান্ড্রয়েড-দু'ধরনের ডিভাইসেই এই ইয়ারবাডস সংযুক্ত করা সম্ভব।

বোল্ট ওয়াই১ ইয়ারবাডসে একবার পুরো চার্জ দিলে ৫০ ঘণ্টা পর্যন্ত প্লেটাইম পাওয়া যাবে। এখানেও রয়েছে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট পাওয়া যাবে। এখানেও রয়েছে টাচ কন্ট্রোল এবং ভয়েস অ্যাসিসট্যান্ট সাপোর্ট। এটিও একটি ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। এই ইয়ারবাডসও অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসের সঙ্গে সংযুক্ত করা যাবে।

ব্ল্যাক মোস, ইলেকট্রিক হোয়াইট, সি থ্রো-এই তিন রঙে লঞ্চ হয়েছে বোল্ট জেড৪০ ইয়ারবাডটি। ভারতের বাজারে এই ইয়ারবাডসের দাম ১ হাজার ২৯৯ রুপি। অন্যদিকে বোল্ট ওয়াই১ ব্ল্যাক মেটাল, ইলেকট্রিক রেড, গ্ল্যাসিয়ার ব্লু এই তিনটি রঙে কেনা যাবে। এর দাম থাকছে ১ হাজার ১৯৯ রুপি। সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে ইয়ারবাডগুলো।

সূত্র: গ্যাজেট ৩৬০

কেএসকে/জিকেএস

আরও পড়ুন