ফাইভ-জি’র বিস্তারে একক লাইসেন্স পেলো জিপি-রবি-টেলিটক
টেলিযোগাযোগ খাতের উন্নয়ন ও সর্বস্তরে ফাইভ-জি সুবিধা নিশ্চিতে তিন মোবাইল অপারেটরকে একক লাইসেন্স হস্তান্তর করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। অপারেটর তিনটি হলো- গ্রামীণফোন, রবি আজিয়াটা ও টেলিটক বাংলাদেশ লিমিটেড।
সোমবার (১১ মার্চ) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
‘রেগুলেটরি অ্যান্ড লাইসেন্সিং গাইডলাইনস ফর সেলার মোবাইল সার্ভিসেস ইন বাংলাদেশ’ গাইডলাইনের আলোকে অপারেটরদের অনুকূলে মোবাইল সার্ভিসেস অপারেটর লাইসেন্স ও রেডিও কমিউনিকেশন্স অ্যাপারেটাস লাইসেন্স ফল সেলার মোবাইল সার্ভিসেস একক লাইসেন্স হস্তান্তর করা হয়।
একীভূত লাইসেন্সে ফাইভ-জি’র ক্ষেত্রে পর্যাপ্ত অ্যাকসেস তরঙ্গের প্রাপ্যতা ও ব্যাকহল ফাইবারের পাশাপাশি পাবলিক ইনফ্রাস্ট্রাকচার ব্যবহারের অনুমতি, অফশোর ক্লাউড সুবিধা, রোল আউট বাধ্যবাধকতা, নেটওয়ার্ক নিরাপত্তা প্রভৃতি বিবেচনায় নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জুনাইদ আহমেদ পলক বলেন, একীভূত লাইসেন্স দেওয়ার সিদ্ধান্তে টেলিযোগাযোগ খাতে ইতিবাচক ফলাফল বয়ে আনবে। অপারেটররা আগামীতে গ্রাহককে উচ্চগতির ওয়্যারলেস ইন্টারনেট সুবিধা দিতে পারবে। বহুমাত্রিক সেবা দেওয়ার সুযোগ থাকায় অপারেটরগুলো তাদের বিনিয়োগের সুফল পাবে এবং সরকারের রাজস্ব আহরণও বাড়বে।
বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান জুয়েল।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গ্রামীণফোন লিমিটেডের গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার মোহাম্মদ সাহেদুল আলম, টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম হাবিবুর রহমান প্রমুখ।
এএএইচ/ইএ/এমএস