ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

পাবলিক ওয়াই-ফাই ব্যবহারে যেসব বিপদে পড়তে পারেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০৪:১৩ পিএম, ২৪ জানুয়ারি ২০২৪

অনেকেই রেস্তোরাঁ, ক্যাফে, বিমানবন্দর বা শপিং মলের পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করেন। হয়তো সোশ্যাল মিডিয়া স্ক্রোল করে সময় কাটাচ্ছেন কিংবা বন্ধুদের সঙ্গে গেম খেলছেন। অনেকে তো ফ্রি ওয়াই-ফাই পেয়ে মোবাইল ফোনে ডাউনলোড করে ফেলেন বেশ কিছু সিনেমা, ওয়েব সিরিজ। জানেন কি, পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করে নিজের কত বড় বিপদ ডেকে আনছেন?

চলুন জেনে নেওয়া যাক ফ্রি ওয়াই-ফাই নেটওয়ার্কের অসুবিধা কী কী-

নিরাপত্তা
ফ্রি ওয়াই-ফাই নেটওয়ার্কগুলো অনেক ক্ষেত্রেই নিরাপদ নয়। এর মাধ্যমে হ্যাকাররা আপনার ফোনের ডেটা অ্যাক্সেস করতে পারে। ফলে আপনি জানতেও পারবেন না আর আপনার ব্যক্তিগত তথ্য, যেমন ক্রেডিট কার্ড নম্বর, পাসওয়ার্ড এবং ই-মেইল ঠিকানা চুরি হয়ে যাবে।

ভাইরাস এবং ম্যালওয়্যার
ফ্রি ওয়াই-ফাই নেটওয়ার্কে ভাইরাস এবং ম্যালওয়্যার ছড়িয়ে পড়ার ঝুঁকি অনেকটাই বেশি। এটি আপনার ডিভাইসের ক্ষতি করতে পারে বা আপনার ডেটা চুরি হতে পারে। শুধু তাই নয়, এমনকি ফোনটিও ধীরে কাজ করতে শুরু করবে।

স্প্যাম এবং বিজ্ঞাপন
ফ্রি ওয়াই-ফাই নেটওয়ার্কের মাধ্যমে আপনার ডিভাইসে স্প্যাম এবং বিজ্ঞাপন আসার সম্ভাবনা বেশি। এতে আপনার ফোনের সব অ্যাপ ঠিকভাবে কাজ করবে না। বারবার হ্যাং হবে। এমনকি ফোন গরমও হয়ে যেতে পারে।

কেএসকে/জিকেএস

আরও পড়ুন