ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

ডেস্কটপে দ্রুত হোয়াটসঅ্যাপ চ্যাট করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ২২ জানুয়ারি ২০২৪

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। ফোনে খুব সহজে চ্যাট করা গেলেও ডেস্কটপে হোয়াটসঅ্যাপ চ্যাট একটু ঝামেলার বটে। ব্যাক করা, কপি করা, ছবি বা ফাইল আদান-প্রদান একটু সময় সাপেক্ষ। এজন্য কয়েকটি কি-বোর্ড শর্টকাট শিখে রাখতে পারেন।

হোয়াটসঅ্যাপ ওয়েব বেশ কিছু সুবিধাজনক কি-বোর্ড শর্টকাটও অফার করে, যা ব্যবহারকারীদের কিছু কাজ দ্রুত সম্পন্ন করতে দেয়। চলুন জেনে নেওয়া যাক সেসব-

>> একটি নতুন চ্যাট তৈরি করতে Ctrl + N প্রেস করতে হবে।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ চ্যানেলে একসঙ্গে ৩ ফিচার 

>> পরবর্তী চ্যাটে যেতে Ctrl + Shift + ] প্রেস করুন।

>> পূর্ববর্তী চ্যাটের জন্য Ctrl + Shift + [ প্রেস করতে হবে।

>> একটি পরিচিতি অনুসন্ধান করতে Ctrl + E প্রেস করতে হবে।

>> যে কোনো চ্যাট মিউট/আনমিউট করতে Ctrl + Shift + M প্রেস করতে হবে।

>> নির্বাচিত চ্যাট মুছতে প্রেস করুন Ctrl + ব্যাকস্পেস।

>> একটি চ্যাটকে আনরিড হিসেবে চিহ্নিত করতে Ctrl + Shift + U প্রেস করতে হবে।

>> একটি নতুন গ্রুপ তৈরি করতে Ctrl + Shift + N প্রেস করতে হবে।

সূত্র: গ্যাজেট ৩৬০

কেএসকে/জিকেএস

আরও পড়ুন