ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

পুরোনো বাইকের নতুন ভার্সন আনলো রয়্যাল এনফিল্ড

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০৫:১০ পিএম, ১২ অক্টোবর ২০২৩

জনপ্রিয় বাইক নির্মাতা সংস্থা রয়্যাল এনফিল্ড একের পর এক নতুন বাইক আনছে বাজারে। পাশাপাশি পুরোনো জনপ্রিয় বাইকগুলোর নতুন ভার্সনও আনছে তারা। এবার রয়্যাল এনফিল্ডের মেটেওর ৩৫০ এর আরোরা ভার্সন এলো বাজারে।

নতুন রয়্যাল এনফিল্ড মেটেওর ৩৫০ আরোরা বাইকে মেকানিক্যাল কোনো পরিবর্তন করা হয়নি। তবে বাইকটি বেশ কিছু নতুন ফিচার পেয়েছে। এই বিশেষ আরোরা মডেলে দেওয়া হয়েছে এলইডি হেডলাইট সহযোগে টিউব-টাইপ টায়ার্স। রয়েছে অ্যালুমিনিয়াম সুইচগিয়ার, একটি প্রিমিয়াম টুরিং সিট এবং ট্রিপার নেভিগেশন।

আরও পড়ুন: টিভিএস তৈরি করলো বিএমডব্লিউর ই-বাইক 

এই নতুন অরোরা ভ্যারিয়েন্টটি তাদের কথা মাথায় রেখেই ডিজাইন করা হয়েছে, যারা এই সেগমেন্টে একটি ক্লাসিক ক্রুজার অ্যাপিয়ারেন্স রয়েছে এমন বাইকের সন্ধান করছিলেন। তবে শুধু নতুন বাইকটিই নয়। সমগ্র Meteor 350 রেঞ্জের বাইকগুলোই আপডেট করা হয়েছে।

টপ-টায়ার সুপারনোভা সিরিজ়ে এখন এলইডি হেডল্যাম্প, অ্যালুমিনিয়াম সুইচগিয়ার-সহ অন্যান্য আরও হাই-এন্ড কম্পোনেন্ট ও ফিচার দেওয়া হয়েছে। এই নতুন রয়্যাল এনফিল্ড মেটেওর ৩৫০ আরোরা মডেলটির দাম ভারতীয় বাজারে ২ লাখ ১৯ হাজার ৯০০ রুপি (এক্স-শোরুম)।

সূত্র: হিন্দুস্থান অটো

কেএসকে/জিকেএস

আরও পড়ুন