‘মেঘনা ক্লাউডে’ দেশের ডাটা সুরক্ষিত থাকবে দেশেই
দেশের প্রথম ক্লাউড ডাটা সেন্টার ‘মেঘনা ক্লাউড’। সব প্রস্তুতি ও প্রশিক্ষণ শেষে এ ডাটা সেন্টারে নিজেদের তথ্য রাখতে যাচ্ছে সরকারের মন্ত্রণালয়গুলো। এতে রক্ষিত তথ্যের নিরাপাত্তা নিয়ে অনুষ্ঠিত হলো ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ডাটা সুরক্ষা: বিডিসিসিএল ও মেঘনা ক্লাউডের নতুন যাত্রা’ শীর্ষক কর্মশালা।
মঙ্গলবার (১০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর দেড় শতাধিক এবং আইসিটি বিভাগসহ বিডিসিসিএল ও জেননেক্সট টেকনোলজিস লিমিটেডে ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মাদ নাভিদ শফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যামাজন ক্লাউড সল্যুশনের টিম লিডার ও প্রযুক্তি পরামর্শক মোহাম্মদ মাহদী-উজ-জামান।
আরও পড়ুন>> হোয়াটসঅ্যাপের লকড চ্যাট হবে আরও সুরক্ষিত
অন্যদের মধ্যে আলোচনা করেন বিসিসি নির্বাহী পরিচালক রণজিৎ কুমার, জেননেক্সট টেকনোলজিস চেয়ারম্যান তৌহিদুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান খান প্রমুখ।
কর্মশালায় বক্তারা বলেন, মেঘনা ক্লাউডের মাধ্যমে দেশের সব তথ্য দেশে রাখা সম্ভব হবে। আন্তর্জাতিক ক্লাউড সেবার মতো তথ্যের নিরাপত্তা ও তথ্য অখণ্ডতা নিশ্চিত করা যাবে। মেঘনা ক্লাউডে বাংলাদেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করার জন্য বিশেষ প্ল্যাটফর্ম রাখা হয়েছে, যা দেশের বিগ ডাটা প্রযুক্তির বিকাশে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পাশাপাশি গবেষক ও বিজ্ঞানীদের বিপুলভাবে সাহায্য করবে।
চলতি বছরের জানুয়ারি মাসে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের আওতাধীন বিডিসিসিএল ও জেননেক্সট যৌথ উদ্যোগে নিজস্ব প্রযুক্তি ও জনবলের মাধ্যমে ক্লাউড ডেটা সেন্টার গড়ে তুলতে সমঝোতা চুক্তি হয়।
চুক্তি অনুযায়ী মেঘনা ক্লাউডের জন্য নতুন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আরএন্ডডি) সেন্টার স্থাপন করা হয়।
এএএইচ/ইএ/এএসএম