ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

স্মার্ট বাংলাদেশ সামিট স্থগিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:১৩ পিএম, ০৫ অক্টোবর ২০২৩

ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরে অঙ্গীকারবদ্ধ সরকার। এ স্মার্ট বাংলাদেশ কেমন হবে- তা প্রদর্শনীর মাধ্যমে দেখাতে তিন দিনব্যাপী সামিট আয়োজনের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। কিন্তু হঠাৎ তা স্থগিত করেছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ। আইসিটি বিভাগের প্রমোশন ও ব্র্যান্ডিং শাখার উপসচিব তওহীদ আহমেদ সজলের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তবে, তাতে নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি। বলা হয়েছে, ‘অনিবার্য’ কারণে স্মার্ট বাংলাদেশ সামিট স্থগিত করা হলো।’ জানানো হয়নি নতুন তারিখও। বিষয়টি নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

আগের ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার (৫ অক্টোবর) তিনদিনের এ সামিট শুরু হওয়ার কথা ছিল। তার দুদিন আগে মঙ্গলবার (৩ অক্টোবর) সামিট স্থগিত করা হয়। আর বিষয়টি বিজ্ঞপ্তি আকারে জানানো হয় বৃহস্পতিবার।

আইসিটি বিভাগ সূত্র জানায়, ‘স্মার্ট বাংলাদেশ সামিট ২০২৩’ আয়োজন সফল করতে গত ১০ সেপ্টেম্বর এফবিসিসিআিইসহ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ভিত্তিক বাণিজ্যিক সংগঠন বিসিএস, বেসিস, বাক্কো ও ই-ক্যাবের সঙ্গে সমঝোতা চুক্তিও করেছিল সম্মেলনের আয়োজক বিসিসি।

এর আগে ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় স্মার্ট বাংলাদেশ সামিটের স্পন্সর নাইট। কথা ছিল স্মার্ট বাংলাদেশ সামিট ২০২৩ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাপনী দিনে অতিথি থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

ঠিক কী কারণে মেলা স্থগিত করা হয়েছে, তা নিয়ে আইসিটি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তার কিছুই জানেন না বলে জানান।

স্মার্ট বাংলাদেশ সামিট স্থগিতের কারণ জানতে আয়োজক প্রতিষ্ঠান বিসিসির নির্বাহী পরিচালক রণজিৎ কুমারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। পরে এসএমএস পাঠানো হলেও সাড়া মেলেনি।

এদিকে, বিসিসি অর্থাৎ আইসিটি বিভাগ স্থগিত করলেও ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উদ্যোগে আগামী ২৬-২৮ অক্টোবর ‘স্মার্ট বাংলাদেশ মেলা’ হবে বলে জানা গেছে। পুরোদমে প্রস্তুতি চলছে। আগামী সপ্তাহেই হতে পারে ইওআই দরপত্র।

স্মাট বাংলাদেশ মেলার আয়োজক সংগঠন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আয়োজনে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।

সংগঠনের সভাপতি ইদাদুল হক বলেন, ‘আমরা যে মেলার আয়োজন করতে যাচ্ছি, তা স্থগিতের কোনো সিদ্ধান্ত হয়নি। যথাসময়ে মেলা আয়োজনের প্রস্তুতি নিচ্ছি আমরা।’

এএএইচ/এমএএইচ/জিকেএস