ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

অফলাইনে ভিডিও দেখাবে ইউটিউব

প্রকাশিত: ১২:০৫ পিএম, ১২ ডিসেম্বর ২০১৪

ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব তার গ্রাহকদের সুবিধা করে দিতে এমন এক নতুন পরিষেবা চালু করল যাতে  অফলাইন থাকাকালীনও ভিডিও দেখার ব্যবস্থা রয়েছে। এতে গ্রাহকরা ভিডিওলোড ডাউনলোড করে নিয়ে পরে তা দেখতে পারবেন।

আপাতত ভারত, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে এই সুবিধা মিলবে।ওয়াইফাই জোন কিংবা ভালো ডেটা সংযোগ করা যায়, এমন কোনো জায়গা থেকে একটা বিশেষ আইকনে ক্লিক করলেই ভিডিও ডাউনলোড হয়ে যাবে। দর্শক পরে সময়মত সেটি দেখতে পারবেন। ভিডিওটি ডাউনলোড হওয়ার ৪৮ ঘন্টার মধ্যে যতবার খুশি দেখা যাবে।

এতে ডেটা প্ল্যানের খরচ থেকেও খানিকটা সুরাহা মিলবে। তাছাড়া ব্যান্ডউইথ কম থাকার সমস্যাও এর ফলে এড়ানো সম্ভব হবে। কর্তৃপক্ষ জানিয়েছেন, এই পরিষেবায় বাফারিং এর সমস্যা হবে না। বর্তমানে এই দেশের প্রায় ৬  কোটি লোক ইউটিউব ব্যবহার করেন। কোম্পানির তরফে জানা গিয়েছে, ইউটিউবে প্রায় ১০,০০০ ভারতীয় ছবি, ২০,০০০ টিভি শো এবং আড়াই লক্ষ গান পাওয়া যায়।