ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

বোটের সেরা ৩ ইয়ারবাড

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০৪:১৪ পিএম, ১১ মে ২০২৩

ইয়ারবাডের বাজারে ভারতীয় গ্যাজেট নির্মাতা সংস্থা বোটের জনপ্রিয়তা বেড়েই চলেছে। প্রতিযোগিতার বাজারে নিজেদের পোক্ত অবস্থান ধরে রাখতে একের পর এক ইয়ারবাড আনছে বোট। আকর্ষণীয় ডিজাইন এবং দুর্দান্ত সব ফিচার নিয়ে আসছে বোটের ট্রু ওয়্যারলেস ইয়ারবাডগুলো।

ইয়ারবাডগুলো প্রয়োজন মেটানোর পাশপাশি এখন ফ্যাশনের অংশও বটে। তবে ইয়ারবাড কেনার সময় সবচেয়ে বেশি খেয়াল রাখতে হয় তা হচ্চেহ বাজেট এবং ফিচার। এছাড়াও ব্যাটারি ব্যাকআপও দেখে নিতে হবে। চলুন বোটের সেরা ৩ ইয়ারবাড সম্পর্কে জেনে নেওয়া যাক। এগুলো ৫০-১২০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন।

বোট নিরভানা আইওন
ইয়ারবাডটিতে ১০মিমি ড্রাইভার দেওয়া হয়েছে। এর সঙ্গে রয়েছে ইন-ইয়ার ডিটেকশনের ফিচারও। ব্লুটুথ ৫.২ সাপোর্ট এবং হাইফাই এইচএসপি ৫ চালিত ক্রিস্টাল বায়োনিক সাউন্ড রয়েছে। এতে রয়েছে একটি ৬০০এমএএইচ ব্যাটারি এবং বাডগুলোতে রয়েছে ৭০এমএএইচ ব্যাটারি। ব্যবহারকারীরা চার্জিং কেস সহ মোট ১২০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন। পাশাপাশি এই বাডগুলো একক চার্জে ২৪ ঘণ্টা চলতে পারে। পানি এবং ধুলা প্রতিরোধী, এজন্য এতে রয়েছে IPX4 রেট। সাদা এবং কালো-এই দু’টি রঙে পাওয়া যাবে ইয়ারবাডটি। ইয়ারবাডটির দাম থাকছে ২ হাজার ৫০০ টাকা।

আরও পড়ুন: এক চার্জে ৫০ ঘণ্টা চলবে এই ইয়ারবাড 

বোট ইয়ারডপস ১২১ভি২
বোটের এই ইয়ারপডগুলো হালকা ওজনের। ডিজাইনের দিক থেকেও বেশ আকর্ষণীয়। এই ইয়ারবাডগুলোতে ৩৮০এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ১৪ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ দেয়। চার্জ করতে ২ ঘণ্টা সময় লাগে। চার্জিং কেসে ব্যাটারির জন্য এলইডি লাইটও দেওয়া হয়েছে। এর মধ্যে ব্লুটুথ ৫.০ কানেক্টিভিটি এবং ৮ মিমি ডায়নামিক ড্রাইভারের মতো ফিচার দেওয়া হয়েছে। এই ইয়ারবাডের দাম ১ হাজার ৮৫০ টাকা।

বোট ইয়ারপডস অটম ৮১
এটি বোটের একটি সম্পূর্ণ ওয়্যারলেস ইয়ারবাড। এর শব্দের মান খুবই ভালো। ওজনে দারুন হালকা এবং কমপ্যাক্ট ডিজাইন। ৫০ ঘণ্টা পর্যন্ত প্লেটাইম, কোয়াড মিক্স ইএনএক্স টেক, ১৩ মিমি ড্রাইভার, বিস্ট মোডসহ এটি দারুন একটি ইয়ারবাডে। ইয়ারবাডটির দাম ১ হাজার ৫০০ টাকা।

সূত্র: গ্যাজেট ৩৬০

কেএসকে/জিকেএস

আরও পড়ুন