যে কাজ করলে চ্যাটজিপিটি দেবে ২১ লাখ টাকা
এখন চ্যাটজিপিটি থেকে আয় করতে পারবেন খুব সহজে। চ্যাটজিপির নির্মাতা নিজেই দিয়েছেন এই ঘোষণা। এজন্য আপনাকে যে কাজটি করতে হবে তা হলো-চ্যাটজিপিটির বাগ খুঁজে বের করতে হবে। তাহলেই মিলবে ২১ লাখ টাকা।
বর্তমানে প্রযুক্তি বিশ্বে চ্যাতজিপিটি সবচেয়ে আলোচিত এক নাম। নতুন এই চ্যাটবট ঘুম উড়িয়ে দিয়েছে প্রযুক্তি সাইটগুলোর। সেই সঙ্গে চাকরি হারাতে বসেছেন হাজার হাজার পেশার মানুষ। তবে এবার চ্যাটজিপিটিই আয়ের ব্যবস্থা করলো ব্যবহারকারীদের।
চ্যাটজিপিটি চ্যাটবট প্রস্তুতকারী সংস্থা ওপেনএআই জানিয়েছে, এআই সিস্টেমে কোনো দুর্বলতা বা সমস্যার বিষয়ে রিপোর্ট করলেই ব্যবহারকারীদের ২০ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১ লাখ ২৭ হাজার টাকা দেবে কোম্পানি। ওপেনএআই ‘বাগ বাউন্টি প্রোগ্রাম’-এর মাধ্যমে এই টাকা দেওয়া হবে।
আরও পড়ুন: ব্যবহারকারীর তথ্য চুরি করছে চ্যাটজিপিটি!
কোম্পানি বলছে, বাগ পিছু ২০ হাজার ডলার পাবেন প্রাপক। তবে সেটি নির্ভর করবে বাগের বা সমস্যার গুরুত্ব কতটুকু তার উপর। চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠানের মালিক স্যাম অল্টম্যান নিজেই এই ঘোষণা দিয়েছেন।
মূলত প্রযুক্তি কোম্পানিগুলো প্রায়শই বাগ বাউন্টি প্রোগ্রাম ব্যবহার করে প্রোগ্রামার ও এথিক্যাল হ্যাকারদের তাদের সফটওয়্যার সিস্টেমে বাগ রিপোর্ট করতে উৎসাহিত করে। বাগ বাউন্টি প্ল্যাটফর্ম বাগক্রাউডের বিবরণ বলছে, ওপেনএআই গবেষকদের চ্যাটজিপিটির নির্দিষ্ট কার্যকারিতা ও ওপেনএআই সিস্টেমগুলো কীভাবে যোগাযোগ করে ও এতে তৃতীয় পক্ষের অ্যাপ্লিকেশনগুলোর সঙ্গে ডেটা শেয়ার তথা তার কাঠামো পর্যালোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছে।
সূত্র: রয়টার্স
কেএসকে/জিকেএস