ফোনের চার্জ দ্রুত শেষ করছে যেসব অ্যাপ
স্মার্টফোনে সারাক্ষণ কোনো না কোনো কাজ করছেন। কখনো কথা বলায় কখনো আবার মেসেজিং কিংবা সোশ্যাল মিডিয়া স্ত্রোল করছেন। আবার ভিডিও দেখা কিংবা বই পড়ার জন্য হাতে আছে স্মার্টফোনটি। বলা যায় নিত্যসঙ্গী এখন স্মার্টফোন।
স্মার্টফোনে নানা ধরনের অ্যাপ ব্যবহার করেন সবাই। তবে জানেন কি? এমন অনেক অ্যাপ রয়েছে যেগুলো স্মার্টফোনের চার্জ দ্রুত ফুরিয়ে ফেলে। এমনকি ব্যাটারির আয়ুও কমিয়ে দেয়।
কিছু অ্যাপ রয়েছে যেগুলো বহার না করলেও ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহারের ইতিহাস সংগ্রহের জন্য অ্যাপগুলো ফোনের ব্যাকগ্রাউন্ডে সব সময় চালু থাকে। এসব অ্যাপ চাইলেও বন্ধ করা যায় না। ফলে ব্যাটারি খরচ হতে থাকে।
আরও পড়ুন: স্মার্টফোনের ব্রাইটনেস কত রাখা ভালো?
জেনে নিন এমন কিছু অ্যাপ সম্পর্কে যেগুলো দ্রুত ফোনের ব্যাটারি শেষ করে-
>> ফেসবুক
>> ফেসবুক মেসেঞ্জার
>> ইনস্টাগ্রাম
>> স্ন্যাপচ্যাট
>> ফিটবিট
>> ইউটিউব
>>স্কাইপি
>> টিন্ডার
>> অ্যামাজন অ্যালেক্সা
>> উবার
সূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি
কেএসকে/এমএস