ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

এক চার্জে টানা ১০ দিন চলবে স্মার্টওয়াচ

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০৩:২৭ পিএম, ০৫ মার্চ ২০২৩

ভারতীয় বাজারে এলো বোটের নতুন স্মার্টওয়াচ বোট ওয়েব ফ্লেক্স কানেক্ট। কিছুদিন পর পরই গ্যাজেট নির্মাতা সংস্থা বোট নিয়ে আসছে ইয়ারবাড, ইয়ারফোন ও স্মার্টওয়াচ। সম্প্রতি নতুন স্মার্টওয়াচ বোট ওয়েব ফ্লেক্স কানেক্ট এক চার্জে টানা ১০ দিন ব্যবহার করা যাবে, এমনটাই দাবি সংস্থার।

স্মার্টওয়াচটিতে মেটালিক ডিজাইনের সঙ্গে থাকছে ১.৮৩-ইঞ্চি এইচডি ডিসপ্লে। যার ব্রাইটনেস ৫৫০ নিট এবং রেজোলিউশন ২৪০×২৮০ পিক্সেলস। এছাড়া এই স্মার্টওয়াচে সিলিকন স্ট্র্যাপ ব্য়বহার করা হয়েছে।

ঘড়িটিতে একটি মাইক এবং স্পিকার পাবেন। ফলে ব্লুটুথ কলিং ফিচার ব্যবহার করা যাবে। স্মার্টফোনের কল রিসিভ করে কথা বলতে পারবেন সহজেই। এমনকি ১০ টি কন্টাক্ট নম্বর সেভ করেও রাখা যাবে বোট ওয়েব ফ্লেক্স কানেক্ট স্মার্টওয়াচটিতে।

আরও পড়ুন: স্মার্টওয়াচ কেনার সময় যেসব বিষয়ে খেয়াল রাখবেন 

স্মার্টওয়াচটিতে হার্ট রেট সেন্সর, একটি স্লিপ ট্র্যাকার, একটি SpO2 মনিটর, এবং একটি স্ট্রেস ট্র্যাকার, সেই সঙ্গে শ্বাস-প্রশ্বাসের ব্যায়ামের জন্য একটি শ্বাস নিয়ন্ত্রণ মোডও দেওয়া হয়েছে। এছাড়াও অ্যালার্ম, পানি খাওয়ার সময় সবই জানাবে ঘড়িটি। গুগল অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করবে এটিতে।

এছাড়াও নতুন স্মার্টওয়াচে অনেক ধরনের স্পোর্টস মোড ও ১০০টি ওয়াচ ফেস ফিচার পাবেন। ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্টও দেওয়া হয়েছে। পানি প্রতিরোধের জন্য IP68 রেটিং রয়েছে। ওয়েভ ফ্লেক্স কানেক্টে একটি ২৪০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ঘড়িটি সম্পূর্ণ চার্জ হতে সময় নেবে মাত্র ২ ঘণ্টা। চলবে টানা ১০ দিন।

অ্যাক্টিভ কালো, চেরি ব্লসম এবং ডিপ ব্লু- এই তিনটি রঙে বাজারে পাবেন ঘড়িটি। ই-কমার্স সাইট ফ্লিপকার্ট এবং বোটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিনতে পারবেন ঘড়িটি। ভারতীয় বাজারে এর দাম থাকছে ১ হাজার ৪৯৯ টাকা। বাংলাদেশি মুদ্রায় যা ১ হাজার ৯৬০ টাকা।।

সূত্র: গিজমোচায়না

কেএসকে/জিকেএস

আরও পড়ুন