ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

স্কুলে ফ্রি ওয়াই-ফাই দিবে ফেসবুক

প্রকাশিত: ০৪:০৪ এএম, ১৭ জুলাই ২০১৪

পাইলট প্রোগ্রামের অংশ হিসেবে নর্থ ক্যারোলাইনার হাইস্কুলগুলোয় বিনামূল্যে ওয়াই-ফাই সেবা প্রদান করবে শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। প্রতিষ্ঠানটি পাইলট প্রোগ্রামের মাধ্যমে গোটা বিশ্বকে ইন্টারনেটের আওতায় আনতে কাজ করে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, এরই ধারাবাহিকতায় ফরেস্ট সিটি নর্থ ক্যারোলিনার স্কুলগুলোয় ওয়াই-ফাই সেবা প্রদানের পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। খবর ম্যাশেবল

ফেসবুকের বিবৃতি অনুযায়ী, প্রথমবারের মতো প্রতিষ্ঠানটি হাইস্কুল ছাত্রছাত্রীদের মধ্যে বিনামূল্যে ওয়াই-ফাই সেবা প্রদানের পরিকল্পনা গ্রহণ করেছে। এছাড়া ফেসবুকের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়, পাইলট প্রোগ্রামকে সফল করার জন্য শিগগিরই বেশ কয়েকটি প্রযুক্তি কোম্পানি এর সঙ্গে একযোগে কাজ করবে।

জানা যায়, ২০১১ সালে ক্যারোলিনার জেলা স্কুলগুলোয় প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য একটি পার্সোনাল ল্যাপটপ সরবরাহের ঘোষণা দেয়া হয়। কিন্তু দেখা যায় ছাত্রছাত্রীদের অর্ধেকেরই বাসায় ওয়্যারলেস ইন্টারনেট ব্যবস্থা নেই। মূলত এ কারণেই বিনামূল্যে ইন্টারনেট সেবা প্রদানের পরিকল্পনা গ্রহণ করেছে ফেসবুক।

এদিকে সংশ্লিষ্ট সেবা প্রদানের লক্ষ্যে ওই অঞ্চলের স্থানীয় ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান প্যানগিয়া ইন্টারনেটের সঙ্গে আলোচনা করেছে ফেসবুক।