ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

২৪ ক্যারেট সোনায় মোড়ানো মেসির আইফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ২১ ডিসেম্বর ২০২২

ফুটবলপ্রেমীদের কাছে মেসি এক আবেগের নাম। পুরোবিশ্ব তাকে চেনে এক নামেই। এবারের আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নেপথ্যের নাইয়ক ১০ নম্বর জার্সিধারী লিওনেল মেসি। বর্তমানে বিশ্বের ধনী খেলোয়াড়দের মধ্যে ৩য় স্থানে আছেন। তার পরিবার, জীবনযাপন সবকিছুই সমর্থকদের কাছে কৌতূহলের বিষয়।

মেসির রাজকীয় বাড়ির কথা কমবেশি সবাই জানেন। রাজকীয় সব আসবাবপত্রে সাজানো সেই বাড়ি। এছাড়াও মেসির সংগ্রহে আছে ২৪ ক্যারেটের সোনায় মোড়ানো আইফোন এক্সএস ম্যাক্স। যেখানে খোদাই করা আছে মেসির নাম, আইকনিক নম্বর ১০, এফসি বার্সেলোনা এবং আর্জেন্টিনা জাতীয় দলের ব্যাজ। এছাড়াও আছে স্ত্রী এবং সন্তানদের নাম।

মেসির জন্য ২৪ ক্যারেট সোনায় মোড়ানো আইফোনটি তৈরি করেছে যুক্তরাজ্যের আইডিজাইন গোল্ড। ২০১৯ সালে এই ফোনটি তৈরি করে সংস্থাটি। সে সময় এই আইফোনটির দাম ছিল ২১ হাজার মার্কিন ডলার। তবে শুধু মেসির জন্যই নয়, আইডিজাইন গোল্ড সংস্থা সোনায় মোড়ানো আইফোন তৈরি করেন আরও অনেকের জন্য। এর মধ্যে আছে নেইমার, স্টিভেন জেরার্ড, কিলিয়ান এমবাপে, কেভিন ডি ব্রুইন, কনর ম্যাকগ্রেগরের মতো বিখ্যাত ফুটবলাররা।

সূত্র: দ্য সান, লাক্স্যারি লান্সেস

কেএসকে/জিকেএস

আরও পড়ুন