ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

টুইটারে নীল, ধূসর ও সোনালি রঙের টিকের অর্থ কী?

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০১:২৩ পিএম, ১৫ ডিসেম্বর ২০২২

টুইটারে অ্যাকাউন্ট ভেরিভায়েড করতে এখন ব্যবহারকারীদের অর্থ খরচ করতে হচ্ছে। ইলন মাস্কের মালিকানায় এখন বিশ্বের অন্যতম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার। তবে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের হাতে টুইটার যাওয়ার পর থেকে একের পর এক দুঃসংবাদ আসছে। প্রথমে কর্মী ছাঁটাই এরপর আসে সাবস্ক্রিপশনের খবর।

বিনামূল্যে ব্লু টিকের ভেরিফায়েড অ্যাকাউন্ট ব্যবহারের ইতি টেনেছেন ইলন মাস্ক। তবে এখন টুইটারে দেখা যাচ্ছে নীল, সোনালি ও ধূসর টিক। আগে ভেরিফায়েড অ্যাকাউন্টে শুধু নীল টিক ছিল, কিন্তু এখন তার মধ্য়ে কিছু অ্যাকাউন্ট এরই মধ্য়ে সোনালি হয়ে গিয়েছে।

টুইটারে নীল, সোনালি ও ধূসর টিক চালু করার কথা আগেই জানিয়েছিলেন টুইটারের নতুন মালিক ইলন মাস্ক। তবে এতে আরও বেশ কিছু নতুন ফিচার যুক্ত হয়েছে। প্রায় চার লাখেরও বেশি অ্যাকাউন্টে নীল টিক রয়েছে, যেগুলো তারকা, রাজনীতিবিদ, সাংবাদিক, সরকারি প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠানের।

জেনে নিন কারা পাচ্ছেন কোন রঙের টিক- নীল রং থাকবে সাধারণ ব্যক্তিদের জন্য। নতুন দুই রঙের মধ্যে, ধূসর সরকারি প্রতিষ্ঠানের এবং সোনালি অন্যান্য প্রতিষ্ঠানের অ্যাকাউন্টের জন্য দেওয়া হবে।

মূলত ব্যক্তি, সরকারি অ্যাকাউন্ট এবং কোম্পানিগুলোকে আলাদাভাবে চিহ্নিত করার জন্য এই কালার-কোডেড ভেরিফিকেশন চালু করা হয়েছে। এই ভেরিফিকেশনের ফলে পুরোনো নিষিদ্ধ অ্যাকাউন্টগুলোও টুইটারে ফিরে আসার সুযোগ পাবে। তবে যদি কোনো স্প্যামের সঙ্গে যুক্ত থাকে তাহলে সম্ভব হবে না।

নিষিদ্ধ অ্যাকাউন্টের তালিকায় রয়েছে কেটি হপকিন্স এবং ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা স্টিভ ব্যাননের অ্যাকাউন্ট। ইলন মাস্ক ৮ ডলারের বিনিময়ে ভেরিফায়েড নীল টিক চালু করার পর পুরো সামাজিক মাধ্যম ছেয়ে যায় নকল ভেরিফায়েড অ্যাকাউন্টের স্ক্রিনশটে। এবার সবগুলো অ্যাকাউন্টই স্বয়ংক্রিয়ভাবে ভেরিফায়েড না হয়ে আলাদাভাবে যাচাই করে টুইটার-কর্তৃপক্ষ নিজেই ভেরিফাই করবে।

সূত্র: ডেইলি মেইল

কেএসকে/জিকেএস

আরও পড়ুন