ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

গাড়ির ভেতরের ভ্যাপসা গন্ধ দূর করার উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ২১ নভেম্বর ২০২২

প্রতিদিন অফিসে যাওয়াই হোক কিংবা সপ্তাহান্তের লং-ড্রাইভ, একটি পরিষ্কার ঝকঝকে কেবিন, সারা রাস্তায় আপনার মেজাজকে ফুরফুরে রাখবে। তবে অনেকেই নিয়মিত গাড়ির ভেতরটা পরিষ্কার করেন না। আবার অনেকেই আছেন গাড়ির ভেতর ধূমপান করেন, খাবার খান। এতে গাড়ির ভেতরে বাজে গন্ধ সৃষ্টি হয়।

এছাড়াও শীতের সময় সারাক্ষণ গ্লাস আটকে রাখার কারণেও ভ্যাপসা গন্ধ সৃষ্টি হতে পারে গাড়ির ভেতর। চলুন জেনে নেওয়া যাক কীভাবে খুব সহজে গাড়ির ভেতরের ভ্যাপসা দুর্গন্ধ দূর করা যায়-

>> গাড়ির কেবিনে দুর্গন্ধ সৃষ্টি হয় মূলত এর ভেতরে ঠিকভাবে বাতাস চলাচল করতে না পারলে। গাড়ির মধ্যে বসে খাওয়া-দাওয়া কিংবা ধূমপান করলেও ভেতরে দুর্গন্ধের সৃষ্টি হয়। তাই গাড়ি চালানোর শুরুতেই জানালা কিছুক্ষণ খোলা রাখুন। এতে বাইরের বাতাস আপনার গাড়ির কেবিনে সহজেই প্রবেশ করতে পারবে।

>> প্রায় সব গাড়ির মধ্যেই এয়ারকন্ডিশন সিস্টেমের সঙ্গে ‘রি-সার্কুলেট’ বোতাম দেওয়া থাকে। বাইরের বাতাস গাড়ির কেবিনে প্রবেশ করাতে চাইলে বোতামটি অফ রাখুন। অন্যদিকে বাইরের দুর্গন্ধযুক্ত হওয়াকে রোধ করতে বোতামটি অন রাখুন। এ প্রক্রিয়া আপনার গাড়ির ভেতরের বাতাসকে দীর্ঘ সময় দুর্গন্ধমুক্ত রাখতে সাহায্য করবে।

>> গাড়ির ভেতরে প্রত্যেকটি খাঁজযুক্ত স্থানে সহজেই ধূলিকণা কিংবা খাবারের অংশ প্রবেশ করে। আর বেশিরভাগ গাড়ির মালিক এ ব্যাপারে অসচেতন থাকেন। প্রতি পনেরো দিন অন্তর গাড়ির ফ্লোরবোর্ডে থাকা ম্যাট এবং প্রতিটি জায়গা ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ভালোভাবে পরিষ্কার করা উচিত।

>> একটি গাড়ির সব আসন সরিয়ে সম্পূর্ণ পরিষ্কার করা সহজ কাজ নয়। তাই প্রতি ছয় মাস অন্তর দক্ষ কোনো ব্যক্তিকে দিয়ে গাড়ির কেবিনের প্রত্যেকটি অংশ খুঁটিয়ে পরিষ্কার করুন। সিটের নিচে থাকা অংশগুলোতে অজান্তেই পড়ে থাকতে পারে খাবার কিংবা কোন পচনীয় বস্তুর অংশ। যা থেকে তৈরি হয় দুর্গন্ধ সৃষ্টিকারী ফাঙ্গাস।

>> গাড়িতে সুগন্ধি ব্যবহার করুন। এতে খুব সহজেই আপনার গাড়ির ভেতরের কটু গন্ধ দূর হবে। তবে উগ্র সুগন্ধি থেকে দূরে থাকুন। এগুলো থেকে অনেকের মাথাব্যথার সমস্যা দেখা দিতে পারে। আবার বেশি সময় আটকা গাড়ির মধ্যে সেই গন্ধ থেকে দুর্গন্ধের সৃষ্টি হতে পারে।

>> গাড়ির ভেতরের দুর্গন্ধ দূর করতে ব্যবহার করতে পারেন বেকিং সোডা। গাড়ির সিট এবং নিচের জায়গাগুলোতে বেকিং সোডা ছিটিয়ে রেখে দিন ১৫ মিনিট। এরপর ভ্যাকিউম ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিন। বেকিং সোডা সিটের কাভার বা কোথাও জেদি দাগ থাকলে তা খুব সহজেই পরিষ্কার করবে।

>> চারকোল ব্যবহার করতে পারেন। চারকোল দিয়ে গাড়ির দুর্গন্ধ দূর করা যায় খুব সহজেই। কিছু চারকোল নিয়ে গাড়ির মধ্যে চার পাঁচ দিনের জন্য ফেলে রাখুন। অ্যাক্টিভেটেড চারকোল ঘাম, খাবারের গন্ধ বা ফাঙ্গাসের গন্ধ দূর করতে সাহায্য করবে।

>> এছাড়াও গাড়ির মধ্যে কিছু ম্যান্থল রাখতে পারেন। এটি গাড়ির মধ্যে দুর্গন্ধ তৈরি হতে দেবে না। একই কাজ করতে পারে লবঙ্গ। কিছু লবঙ্গ নিয়ে গাড়ির ড্রয়ারসহ বিভিন্ন জায়গায় রেখে নিন।

সূত্র: ফর্টাডোর ডটকম

কেএসকে/জিকেএস

আরও পড়ুন