অনলাইনে জাতীয় পরিচয়পত্রের অ্যাপস
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তৈরি করেছে ন্যাশনাল আইডি নামের একটি অ্যাপস। এর ফলে এখন থেকে মোবাইলেই জানা যাবে জাতীয় পরিচয়পত্র সংশোধন, স্থানান্তর বা হারালে কী করতে হবে, এ সংক্রান্ত যাবতীয় তথ্য। অ্যাপসটি এখন গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে।
ন্যাশনাল মোবাইল অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট এওয়ারনেস অ্যান্ড কেপাসিটি বিল্ডিং প্রোগ্রাম নামে একটি প্রকল্প গ্রহণ করে আইসিটি মন্ত্রণালয়। এরই মধ্যে সে প্রকল্পের অধীনে সরকারি সেবাগুলোকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ চলছে।
এরই ধারাবাহিকতায় জাতীয় পরিচয়পত্র নিয়েও একটি মোবাইল অ্যাপস তৈরির জন্য মন্ত্রণালয় নির্বাচন কমিশনের (ইসি) সহায়তা চায়। চলতি বছরের জুন মাসে দেওয়া মন্ত্রণালয়ের প্রস্তাব কিছু কাঁটছাট করে সম্প্রতি অ্যাপস তৈরির অনুমোদন দেয় ইসি। সে অনুযায়ী ‘ন্যাশনাল আইডি’ নামের ওই অ্যাপসটি তৈরি করে আইসিটি মন্ত্রণালয়।
অ্যাপসটি এখন সহজেই গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করা যাচ্ছে। এতে জাতীয় পরিচয়পত্র সংশোধন, ঠিকানা পরিবর্তন, হারানোর ফলে নতুন কার্ড প্রাপ্তি, নতুন ভোটার হওয়ার জন্য করণীয়সহ যাবতীয় তথ্য দেওয়া রয়েছে।
এছাড়া সমস্যা অনুযায়ী আবেদনের জন্য নির্দিষ্ট ফরমও পাওয়া যাচ্ছে। অন্যদিকে ব্যক্তি বা প্রতিষ্ঠান ইসির তথ্য ভাণ্ডারের তথ্য যাচাই করতে হলে কী করতে হবে, সে উপায়ও দেওয়া রয়েছে। অ্যাপসটি গুগল প্লে-স্টোরে গিয়ে ইংরেজিতে ‘বাংলাদেশ ন্যাশনাল আইডি’ লিখে সার্চ দিলেই চলে আসবে। এটি ডাউনলোড করে ইনস্টল করার পর মোবাইলে ইন্টারনেট সংযোগ থাকলেই কেবল তথ্যগুলো দেখা যায়। অফলাইনে অ্যাপসটি কোনো তথ্য দেখায় না।