পেনড্রাইভ লক করবেন যেভাবে
স্মৃতিময় ছবি, ভিডিও বা ব্যক্তিগত ফাইল সংরক্ষণ করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে পেনড্রাইভ। ছোট্ট এই ড্রাইভটি যেখানে খুশি পকেটে নিয়ে যেতে পারবেন। মজুদ রাখতে পারবেন অসংখ্য ডাটা। তবে পেনড্রাইভ আকারে খুব ছোট হওয়ায় প্রায়ই হারিয়ে যায়।
মাঝে মাঝে খুঁজে পাওয়া গেলেও বেশিরভাগ সময়ই হাত ছাড়া হয়ে যায়। এতে বিপদে পড়তে হয় নিজেকেই। কারণ অতি গুরুত্বপূর্ণ ডাটাগুলোই পেনড্রাইভে রাখেন সবাই। কারো হাতে পড়লে ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ার সম্ভাবনাও থাকে। তাই পেনড্রাইভ চাইলে লক করে রাখতে পারেন। পেনড্রাইভে পাসওয়ার্ড এবং পিন যে কোনো একটি ব্যবহার করতে পারবেন।
আপনার স্মার্টফোন থেকে খুব সহজেই পাসওয়ার্ড সেট করতে পারবেন। কম্পিউটার বা ল্যাপটপ থেকে করা যায় কাজটি। চলুন জেনে নেওয়া যাক স্মার্টফোন থেকে কীভাবে পেনড্রাইভে পাসওয়ার্ড সেট করবেন-
স্মার্টফোনের মাধ্যমে পেন ড্রাইভ লক করার জন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে ‘ইউএসবি লকইট- পাসওয়ার্ড লক ইউএসবি ড্রাইভ’ অ্যাপটি ডাউনলোড করে নিন।
>>এবার অ্যাপটি ওপেন করুন।
>> আপনার স্মার্টফোনে ওটিজি কেবল কানেক্ট করুন।
>> ইউএসবি লক ইট অ্যাপে পেন ড্রাইভের ওপর ক্লিক করলে ‘ওকে’ অপশন পাবেন। সিলেক্ট করে দিন।
>> এরপর পেন ড্রাইভ লক করার জন্য কম করে ছয় সংখ্যার পিন দিন।
>> এরপর সেই একই পিন এন্টার করে কনফার্ম অপশনে ক্লিক করতে হবে।
>> এরপর ওকে ক্লিক করলেই পেন ড্রাইভ লক হয়ে যাবে।
পেনড্রাইভ আনলক করতে চাইলে-
>> স্মার্টফোনে ওটিজি কেবল কানেক্ট করে ইউএসবি লক ইট অ্যাপ ওপেন করুন।
>> এরপর আনলক অপশনে ক্লিক করতে হবে।
>> ছয় সংখ্যার পিন এন্টার করুন।
>> এরপর আবার ছয় সংখ্যার পিন এন্টার করে আনলক করুন।
সূত্র: হিন্দুস্তান নিউজ হাব
কেএসকে/এএসএম