ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

হুয়াওয়ে আইসিটি ইনকিউবেটর বিজয়ী ৬ স্টার্টআপের নাম ঘোষণা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:২০ পিএম, ১৯ অক্টোবর ২০২২

হুয়াওয়ে আইসিটি ইনকিউবেটর ২০২২ প্রোগ্রামের বিজয়ী হিসেবে ছয় স্টার্টআপের নাম ঘোষণা করেছে বিশ্বের শীর্ষস্থানীয় আইসিটি অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। বিজয়ী স্টার্টআপগুলো এ খাত সম্পর্কে আরও জানার জন্য বিশ্বের অন্যান্য সফল স্টার্টআপের প্রতিনিধিদের সঙ্গ দেখা করার সুযোগ পাবেন। এছাড়া পুরস্কার হিসেবে ‘সিড মানিও’ পেয়েছেন তারা।

বুধবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। স্ট্র্যাটেজিক পার্টনার স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড এবং ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রিনিউরশিপ একাডেমির (আইডিয়া) সহযোগিতায় এ অনুষ্ঠান আয়োজন করে হুয়াওয়ে।

এ প্রতিযোগিতায় ‘আইডিয়া স্টেজ’ ও ‘আর্লি স্টেজ’ এ দু’টি গ্রুপ থেকেই তিনজন করে বিজয়ী নির্বাচিত করা হয়েছে। ‘আইডিয়া স্টেজ’ -এ বিজয়ী স্টার্টআপগুলোর মধ্যে প্রথম হয়েছে ইনসিউরকাউ, প্রথম রানার্সআপ দুর্জয় ডিএসএস, দ্বিতীয় রানার্সআপ রিলাক্সি। এছাড়া আর্লি স্টেজে, প্রথম হয়েছে জাহাজী লিমিটেড, প্রথম রানার্সআপ পালকি, দ্বিতীয় রানার্সআপ উইগ্রো টেকনোলোজিস লিমিটেড।

চ্যাম্পিয়ন স্টার্টআপ পুরস্কার হিসেবে পাবে ৫ লাখ টাকা এবং ১ লাখ ২৫ হাজার মার্কিন ডলার সমমূল্যের হুয়াওয়ে ক্লাউড ক্রেডিট। অন্যদিকে প্রথম ও দ্বিতীয় রানার্সআপ পাবে যথাক্রমে ৩ লাখ ও ১ লাখ টাকা প্রাইজমানি এবং ৮০ হাজার মার্কিন ডলার সমমূল্যের হুয়াওয়ে ক্লাউড ক্রেডিট। এছাড়া প্রত্যেক স্টার্টআপের একজন সহ-প্রতিষ্ঠাতা দেশের বাইরে সফল স্টার্টআপের প্রতিনিধিদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আজকে যারা আইডিয়া স্টার্টআপ শুরু করেছে ২০৪১ সালে তারা নেতৃত্ব দেবে। এসময় তিনি বিদেশি কোম্পানিদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। তিনি আরও বলেন, গত ১৩ বছরে এ দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ভিনসেন্ট চ্যাং, হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী প্যান জুনফেং, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ, আইসিটি বিভাগের বিসিসি'র প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো. আলতাফ হোসেন।

এএএম/এমএএইচ/এএসএম