ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

চাইলেই অপছন্দের ব্যক্তি থেকে টুইট লুকাতে পারবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০১:৩৫ পিএম, ৩১ আগস্ট ২০২২

টুইটারে আসছে নতুন একটি ফিচার। ‘টুইটার সার্কেল’ নামের এই ফিচারের মাধ্যমে সর্বোচ্চ ১৫০ জনকে নিয়ে আলাদা গ্রুপ তৈরির সুযোগ মিলবে। ফলে প্রয়োজনে সহকর্মী বা প্রিয়জনদের মধ্যে স্বচ্ছন্দে টুইট বিনিময় করা যাবে।

এছাড়াও চাইলে আপনি যাদের থেকে আপনার টুইট লুকাতে চান তাদের দূরে রাখতে পারবেন। কে কে আপনার টুইট দেখবে তা নিজেই নির্বাচন করতে পারবেন ব্যবহারকারী। মূলত ইলন মাস্ক টুইটার কেনার পর অনেক পরিবর্তন এসেছে সাইটটিতে।

টুইটারকে শুধু সেলিব্রেটি বা বড় বড় মানুষের সঙ্গে যেন সাধারণ মানুষও ব্যবহার করতে পারেন সেজন্যই কাজ করছেন ইলন। গত মে মাসে ‘টুইটার সার্কেল’ নামের এই ফিচারটি বিটা ভার্সনে চালু করা হয়। ইনস্টাগ্রামের ক্লোজ ফ্রেন্ডস ফিচারের আদলেই এই ফিচার সাজানো হয়েছে বলেই মনে করছেন সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞরা।

এই ফিচারটি ব্যবহার করতে আপনার টুইটার আক্যাউন্ট থেকে যখন কোনো টুইট করবেন তখনই সার্কেল অপশনটি পাবেন। সেখানে ক্লিক করে যাদের টুইট দেখাতে চাত তাদেরকে সিলেক্ট করুন। যাদের সিলেক্ট করছেন না তারা আপনার নতুন টুইট দেখতে পাবে না। এবার ওকে নির্বাচন করুন।

সূত্র: দ্য ভার্জ

কেএসকে/এমএস

আরও পড়ুন