ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

ইনস্টাগ্রামে একসঙ্গে অনেকগুলো ছবি শেয়ার করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০৪:২৬ পিএম, ২৫ আগস্ট ২০২২

ইনস্টাগ্রামে নিজেদের ছবি এবং ভিডিও শেয়ার করেন। তবে একটির বেশি একবারে এই প্ল্যাটফর্মে ছবি বা ভিডিও শেয়ার করা যায় না। অনেকে আবার ছবি শেয়ার করার সময় কোলাজ তৈরি করার চেষ্টা করেন। তবে ইনস্টাগ্রামেই আছে এমন ফিচার যেখানে একসঙ্গে অনেক ছবি শেয়ার করতে পারবেন।

এজন্য ইনস্টাগ্রামের লে-আউট অপশন ব্যবহার করতে পারেন। গ্যালারির যে কোনো ছবি এখানে ব্যবহার করতে পারবেন। এছাড়াও ফ্রেশ অপশন ব্যবহার করতে পারেন। এই অপশনের মাধ্যমে শুধু নিজের ছবি খুঁজে নিতে পারবেন। এরপর সেই ছবি গুলো ইচ্ছামতো জুম অথবা যে কোনো শেপে অ্যাডজাস্ট করতে পারবেন।

ইনস্টাগ্রামের লে-আউট ফিচারের মাধ্যমে যেভাবে একসঙ্গে অনেকগুলো ছবি শেয়ার করা যাবে। এজন্য-

>> প্রথমেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করতে হবে।

>> এবার ক্রিয়েট নিউ অপশনে গিয়ে স্টোরি অপশনটি নির্বাচন করুন।

>> এখানেই পাবেন লে-আউট অপশন। ক্লিক করুন।

>> ক্যামেরা অপশন থেকে নিজের ছবি বেছে নিন।

>> গ্রিড অপশনে ক্লিক করে নিজেদের ফটো লে আউট পরিবর্তন করে নিন। এরপর শেয়ার করুন নিজের প্রোফাইলে।

সূত্র: হিন্দুস্থান টাইমস

কেএসকে/জিকেএস

আরও পড়ুন