ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

বাংলাদেশে চালু হলো ফেসবুক মেসেঞ্জারে ভিডিও কল করার সুবিধা

প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ৩০ জানুয়ারি ২০১৬

অবশেষে মেসেঞ্জারের মাধ্যমে বিনামূল্যে ভয়েস ও ভিডিও কল করার সুবিধা পাচ্ছে বাংলাদেশি ফেসবুক ব্যবহারকারীরা। গত শুক্রবার থেকে বাংলাদেশসহ আরো বেশ কয়েকটি দেশে এই সার্ভিসটি উন্মুক্ত করেছে ফেসবুক কর্তৃপক্ষ।

প্রায় সব দেশে ভিডিও কলিং সুবিধা যুক্ত করার বিষয়টিকে বড় ধরনের নেটওয়ার্ক বিস্তৃতি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। কারণ, শুরুতে মাত্র ১৮টি দেশের ফেসবুক ব্যবহারকারীরা এই ফিচারটি ব্যবহারের সুযোগ পেয়েছিলেন। বর্তমানে ৬০ কোটি মানুষ ফেসবুকের মেসেঞ্জার সেবাটি ব্যবহার করছেন।

এর আগে ২০১৫ সালের এপ্রিলে সর্বপ্রথম ফেসবুক মেসেঞ্জারে ভিডিও কল ফিচারটি যুক্ত করে ফেসবুক।

এই সুবিধা পেতে বাংলাদেশের সকল ফেসবুক ব্যবহারকারীকে প্লে স্টোর থেকে মেসেঞ্জারের সর্বশেষ ভার্সনটি ডাউনলোড অথবা আপগ্রেড করে নিতে হবে।



আরআই