ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

সিমের পরই হ্যান্ডসেট নিবন্ধনের কাজ শুরু : তারানা

প্রকাশিত: ০১:৪৯ পিএম, ২৬ জানুয়ারি ২০১৬

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের কাজ শেষ হলেই মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনের কাজ শুরু হবে। আর সেটি শুরু হলে অবধৈ হ্যান্ডসেটের ব্যাবহার এমনিতেই বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযাগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। মঙ্গলবার সচিবালয়ে ‘টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশে’র (টিআরএনবি) নব নির্বাচিত নেতৃবৃন্দের   সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তারানা হালিম এ তথ্য জানান।

তারানা বলেন, মোবাইল হ্যান্ডসেটের ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমন্টে আইডেনডিটি (আইএমইআই) নম্বরের জন্য একটি স্টোর করার কাজ চলছে। মোবাইল আমদানিকারকদের সংগঠন তাদরে নিজস্ব ডাটাবেস স্থাপন করেছে।

তিনি আরো বলেন, ৬ ফেব্রুয়ারি এ ডাটাবজে সফটওয়্যার চালু করা হবে। ডাটাবজে সফটওয়্যার চালু করা হলে অবধৈ হ্যান্ডসেটের ব্যাবহার এমনিতেই বন্ধ হয়ে যাবে।

আরএম/এসএইচএস/আরআইপি