ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

দেশের ৯৮ ভাগ এলাকায় ফোর-জি নেটওয়ার্ক পৌঁছেছে: মোস্তাফা জব্বার

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১২:১০ পিএম, ১১ এপ্রিল ২০২২

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বাংলাদেশ এখন ডিজিটাল যন্ত্র উৎপাদনের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করছে। সরকারের ডিজিটাল প্রযুক্তিবান্ধব নীতির ফলে দেশে ১৪টি মোবাইল উৎপাদন কোম্পানি মোবাইল সেট উৎপাদন করছে। মেড ইন বাংলাদেশ মোবাইল সেট দেশের শতকরা প্রায় ৭০ ভাগ চাহিদা মেটাতে সক্ষম। ক্রমান্বয়ে সেটি শতভাগে উন্নীত হবে।

মন্ত্রী রোববার (১০ এপ্রিল) রাতে ঢাকার একটি হোটেলে বাংলাদেশে স্থাপিত কারখানা থেকে উৎপাদিত অপ্পো মোবাইল ফোনের নতুন মডেল ‘এফ ২১-প্রো’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশে উৎপাদিত ডিজিটাল যন্ত্রের গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি গবেষণা ও উন্নয়নের প্রতি মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহকে গুরুত্ব দিতে হবে। আমরা দেশের শতকরা ৯৮ ভাগ এলাকায় ফোর-জি নেটওয়ার্ক পৌঁছে দিতে সক্ষম হয়েছি কিন্তু সব মানুষের কাছে স্মার্টফোন পৌঁছাতে পারিনি। জনগণের কাছে ফোরজি সেট পৌঁছানোর ব্যবস্থা করতে পারলে সাধারণ মানুষ উপকৃত হবে।

তিনি বলেন, আমি টাকা দিয়ে ডাটা কিনব, যত দিনে খুশি ডাটা ব্যবহার করবো। বাজার থেকে চাল কিনলে দোকানদার কি আমাকে শর্ত দেয় যে সাতদিনে চাল খেতে হবে। মন্ত্রী প্রশ্ন করেন অপারেটরের নেটওয়ার্ক ঠিক না থাকলে আমি কি মেয়াদের মাঝে আমার ডাটা ব্যবহার করতে পারবো? মন্ত্রী টেলিটককে এজন্য ধন্যবাদ দেন এবং সবাইকে টেলিটকের মতো মেয়াদহীন ডেটা প্যাকেজ প্রদানের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার উপস্থিত ছিলেন।

এইচএস/এমএইচআর/জিকেএস