ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

চিন্তাশক্তির মাধ্যমে চলবে গুগল গ্লাস

প্রকাশিত: ০৫:১৫ এএম, ১৫ জুলাই ২০১৪

ছবি তোলা থেকে শুরু করে তা ফেসবুকে আপলোড করা সবই চলবে চিন্তাশক্তির মাধ্যমে। এমনই সুবিধা দিবে মার্কিন সার্চ ইঞ্জিন গুগলের বহুল আলোচিত স্মার্টচশমা ‘গুগল গ্লাস’। নতুন এই প্রযুক্তিটি উদ্ভাবন করেছে লন্ডনভিত্তিক নতুন প্রযুক্তি কোম্পানি দিস প্লেস, মাইন্ডআরডিআর ও নিউরোস্কি ইইজি। খবর টাইমস অব ইন্ডিয়া

বর্তমানে বিশ্বের প্রায় অনেক দেশেই গুগলের স্মার্টচশমা বিক্রি হচ্ছে। জনপ্রিয় এ চশমার উন্নয়নে অনেক প্রতিষ্ঠান চেষ্টা করে যাচ্ছে। তবে সাম্প্রতিক উদ্ভাবনের মাধ্যমে গুগল গ্লাসের সেবা এক অনন্য মাত্রা তৈরি করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সেবাটি উদ্ভাবনে অ্যাপ তৈরিতে সহায়তা করেছে মাইন্ডডিআরডিআর এবং বায়োসেন্সরগত সহায়তা প্রদান করেছে নিউরোস্কি।

নতুন প্রযুক্তিটি ব্যবহারকারীর মস্তিষ্কের তরঙ্গ ধরতে পারবে। এবং ব্যবহারকারী কী করতে চাচ্ছেন, তা সহজেই অনুধাবন করতে পারবে। প্রযুক্তিটি ব্যবহারের জন্য ব্যবহারকারী যে কাজটি করতে চাচ্ছেন, তাতে অত্যন্ত মনোযোগী হতে হবে। তীব্র মনোনিবেশের কারণে নতুন উদ্ভাবিত ডিভাইসটি থেকে গুগল গ্লাসের পর্দায় একটি আনুভূমিক সরল রেখা দেখা যাবে। এতেই ব্যবহারকারী যে কাজটি করতে চাচ্ছেন, তা হয়ে যাবে।

এ বিষয়ে দিস প্লেসের পরিচালক ক্লোয়ে কিরটন বলেন, আপনি যখন দেখবেন যে শুধু চিন্তাশক্তির মাধ্যমেই আপনি যে কোনো ছবি তুলতে পারছেন এবং সামাজিক যোগাযোগে শেয়ার করতে পারছেন, নিঃসন্দেহে তা আপনার মনে এক বিশেষ অনুভূতি তৈরি করবে।