ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

সিইএস শোতে শতাধিক পুরস্কার জিতেছে স্যামসাং

প্রকাশিত: ১২:২২ পিএম, ১৩ জানুয়ারি ২০১৬

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত কনজ্যুমার ইলেকট্রনিক্স শো-২০১৬ তে বিভিন্ন বিভাগে শতাধিক পুরস্কার জিতেছে স্যামসাং ইলেক্ট্রনিক্স। স্যামসাং হোম এন্টারটেইনমেন্ট, হোম অ্যাপ্লায়েন্স, মোবাইল এবং ইন্টারনেট অব থিংস বিভাগে এ পুরস্কার জিতেছে স্যামসাং।

স্যামসাংয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কনজ্যুমার টেকনোলজিস এর ব্যবসায়িক উন্নয়নের জন্য কর্মরত কোম্পানিগুলোর একটি বৈশ্বিক সম্মেলনে ওই শো অনুষ্ঠিত হয়। সিইএস এ অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও প্রকাশনা সংস্থাগুলো এবারও কনজ্যুমার ইলেকট্রনিক্স বিভাগে হোম এন্টারটেইনমেন্ট, মোবাইল এবং হোম অ্যাপ্লায়েন্সে স্যামসাংকে নেতৃত্বদানকারী সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সিইএস ২০১৬-তে স্যামসাং বেস্ট ইনোভেশন টিভি অ্যাওয়ার্ড সহ ৩৮ টি ইনোভেশন অ্যাওয়ার্ড পেয়েছে। প্রায় তিন হাজার ছয়শ কোম্পানির অংশগ্রহণে অনুষ্ঠিত ইভেন্টে স্যামসাংকে বিভিন্ন অবদানের জন্য বেশ কিছু মিডিয়া ও ইন্ডাস্ট্রি অ্যাওয়ার্ডেও ভূষিত করা হয়।

স্যামসাং ইলেকট্রনিক্স উত্তর আমেরিকার প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট গ্রেগরি লী বলেন, স্যামসাং সবসময় গ্রাহকদেরকে আবিষ্কারের মাধ্যমে নতুন কিছু দেওয়ার চেষ্টা করে যা তাদের কর্ম ব্যস্ত জীবনকে বন্ধু, পরিবার ও সহকর্মীদের সঙ্গে যুক্ত রাখতে সাহায্য করে এবং এগুলো প্রয়োগের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ওই কর্মকর্তা আরো বলেন, সিটিএ এবং ইন্ডাস্ট্রি উভয়ের কাছ থেকে সম্মানজনক এ স্বীকৃতি পাওয়ায় আমরা গর্বিত। গ্রাহকদের প্রাত্যহিক জীবনের অংশ হিসেবে আমাদের পণ্য প্রদর্শনের জন্য অপেক্ষা করছি।

আরএম/এসআইএস/এমএস