ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

অত্যাধুনিক প্রযুক্তির কারণে বাড়ছে ভিওআইপি ব্যবসা

প্রকাশিত: ০১:১৬ পিএম, ১২ জানুয়ারি ২০১৬

অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে ভিওআইপি ব্যবসা দ্রুত বিস্তার লাভ করছে বলে জানিয়েছে র‍্যাব। মঙ্গলবার সকালে র‍্যাবের সংবাদ সম্মেলনে একথা জানান র‍্যাব-৭ এর স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম।

মঙ্গলবার ২২ লাখ টাকা মূল্যের ভিওআইপি সরঞ্জামসহ মো. রাশেদ নিজাম (২৫) নামের এক যুবককে আটকের পর এসব তথ্য বেরিয়ে আসে বলে জানান তিনি ।

তিনি বলেন, সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ২২ লাখ টাকা মূল্যের ভিওআইপি সামগ্রী উদ্ধার করা হয়। এর মধ্যে দুটি গেইটওয়ে রাউটার রয়েছে। যার প্রতিটিতে ২৫৬টি করে পোর্ট রয়েছে। দুটিতে মোট ৫১২টি সিমকার্ড ব্যবহার করা যায়।

আটক সরঞ্জামের মধ্যে রয়েছে- আধুনিক গেইটওয়ে রাউটার ২টি, ওয়াইফাই রাউটার ২টি, জিএসএম এন্টেনা ১৫টি, বাংলালায়ন মডেম ৪টি, কিউবি মডেম ১টি, বড় টিপি লিংক রাউটার ১টি, ছোট টিপি লিংক রাউটার ১টি, ইথারনেট সুইচ ১টি, সিপিউ ৪টি, ল্যাপটপ ১টি, মনিটর ২টি এবং বিভিন্ন মোবাইল কোম্পানির ৭ হাজার ৪শ ৭৪টি সিমকার্ড।

এর মধ্যে রবি সিমকার্ড ৩ হাজার ৪শ’ ১২টি, গ্রামীণ এক হাজার ১শ’ ৬২টি, এয়ারটেল ১ হাজার ৮শ’ টি, টেলিটক ৯শ’টি, বাংলালিংক ২শ’টি। উদ্ধারকৃত সরঞ্জামের আনুমানিক বাজার মূল্য ২২ লাখ টাকা।

জীবন মুছা/এসকেডি