ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

সিলেটে ডিজিটাল উদ্ভাবনী মেলা বুধবার শুরু

প্রকাশিত: ১১:৫১ এএম, ১২ জানুয়ারি ২০১৬

সিলেটে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৬ শুরু হচ্ছে বুধবার। জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে সকাল ১০টায় বর্ণাঢ্য র‌্যালি শেষে মেলার উদ্বোধন করবেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মঈন উদ্দিন।

মঙ্গলবার দুপুরে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শহীদ মোহাম্মদ ছাইদুল হক।  এ সময় জেলা প্রশাসক মো. জয়নাল আবেদিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।

দুই দিনব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। এবারের বিশেষ আয়োজনে থাকছে ১০টি সামাজিক সমস্যা সমাধানের জন্য `সলভ-এ-থোন` প্রতিযোগিতা। বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করবে। পাশাপাশি মেলা চলাকালে ই-কমার্স ও আউটসোর্সিং বিষয়ক দুইটি সেমিনার অনুষ্ঠিত হবে।

চারটি প্যাভিলিয়নে ৪২টি স্টলে সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। সরকারি ই-সেবা প্যাভিলিয়নে ই-পর্চা আবেদন গ্রহণ ও ডেলিভারি, ব্যাংক, বীমাসহ সকল আর্থিক প্রতিষ্ঠানে ই-সেবাসমূহ, বিআরটিএ অনলাইন লাইসেন্স কার্যক্রম, অনলাইন পাসপোর্ট আবেদন গ্রহণ, ই-টিআইএন রেজিস্ট্রেশন, ডিজিটাল সেন্টারের স্টল হতে মোবাইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিংসহ ১০৭ সেবা এবং ডাক বিভাগের অনলাইন কার্যক্রম প্রদর্শন করা হবে।

মেলায় অনলাইন কৃষি সেবা, মাদক বিরোধী প্রচারণা এবং সেবা কার্যক্রম প্রচারিত হবে। এছাড়া শিক্ষা প্যাভিলিয়নে সায়েন্স কিট বক্স, শিক্ষার উদ্ভাবনী উপকরণ, শিক্ষাবিষয়ক গেইম ডেমোনস্ট্রেশন, মুক্তপাঠ, মাল্টিমিডিয়া ক্লাস, শিক্ষক বাতায়ন এবং অনলাইনে পণ্য ক্রয়-বিক্রয়ের সুযোগ সৃষ্টি করতে দেশের শীর্ষ স্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠানগুলো অংশ নেবে।

মেলায় কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও বিশেষ অনলাইন র্যাফেল ড্র এর ব্যবস্থা রয়েছে। মেলায় সরকারি ই-সেবা, শিক্ষা, ই-কমার্স, তরুণ উদ্ভাবক-প্রদর্শনীর ব্যবস্থা রয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি আজিজ আহমদ সেলিম, সিনিয়র সাংবাদিক আল আজাদ, ইকরামুল কবির ইকু, ওয়েছ খসরু।

ছামির মাহমুদ/এআরএ/আরআইপি