ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

পর্দা নামলো গ্রামীণফোন স্মার্টফোন ও ট্যাব মেলার

প্রকাশিত: ০২:০৮ পিএম, ০৯ জানুয়ারি ২০১৬

দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, আশানুরূপ ও নতুন নতুন প্রযুক্তির পণ্যের সঙ্গে পরিচয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে ‘গ্রামীণফোন স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৬’। শনিবার মেলার শেষ দিন সকাল থেকেই শুরু হয় মেলায় আগত দর্শনার্থীদের পদচারণা।

দুপুর গড়াতে দর্শনার্থীদের ভিড়ে মুখরিত হয়ে উঠে মেলা প্রাঙ্গণ। আয়োজকরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। বৃহস্পতিবার শুরু হয় এই মেলা।

Tab-fair

এক্সপো মেকারের আয়োজনে স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার নিয়ে দেশে এটা পঞ্চম প্রদর্শনী। মেলার টাইটেল স্পন্সর হিসেবে ছিল দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন এবং কো-স্পন্সর হিসেবে ছিল; এলিট, হুয়াওয়ে, স্যামসাং ও সিম্ফনি।

মেলায় বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাবলেটের প্রদর্শনী ও বিক্রয় ছিল উল্লেখ করার মতো। স্যামসাং, সিম্ফনি, হুয়াওয়ে, এলিট, হেলিও, স্টাইলাস, গোল্ডবার্গ, আসুস, লেনোভো, মাইসেল, টুইনমস, প্রেস্টিজিও, শাওমি, গ্যাজেট গ্যাং সেভেনসহ বিভিন্ন ব্র্যান্ড এতে অংশগ্রহণ করেছে।

আরএম/এসএইচএস/পিআর

আরও পড়ুন