ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

ফেসবুকে ৩৬০ ডিগ্রি ছবি আপলোড করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ১২:২০ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২২

বর্তমানে সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ফেসবুক। প্রতি মাসে ফেসবুক ব্যবহার করেন ২.৭ বিলিয়ন মানুষ। তরুণ প্রজন্ম থেকে শুরু করে সব বয়সী মানুষের কাছেই জনপ্রিয় এই সাইট।

পুরো বিশ্বে রয়েছে ফেসবুক ব্যবহারকারী। জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত ছাড়াও দৈনন্দিন জীবনের ছবি, ভিডিও আপলোড করেন অনেকেই। যে কোনো সময় খুব সহজেই ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করে বিশ্বের যে কোনো প্রান্তের গ্রাহকের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়।

তবে শুধু সাধারণ ছবি নয়, ফেসবুকের মাধ্যমে আপলোড করা যাবে ৩৬০ ডিগ্রি ছবিও। আইওএস ও অ্যান্ড্রোয়েড গ্রাহকরা অফিসিয়াল ফেসবুক অ্যাপ ডাউনলোড করে এই কাজ করতে পারবেন। এর ফলে আপনি চারপাশে যা যা দেখতে পাচ্ছেন সব কিছুই এক ছবিতে দেখা যাবে।

বর্তমানে সবাই মোটামুটি এই ছবি সম্পর্কে জানেন। এখন ফেসবুকেও খুব সহজে ৩৬০ ডিগ্রি ছবি আপলোড করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক পদ্ধতিটি-

> আপনার আইফোন কিংবা অ্যান্ড্রয়েড ফোন থেকে ফেসবুক অ্যাপ ওপেন করুন।
> এবার ফটো বা ভিডিও অপশন সিলেক্ট করুন।
> এখানে ৩৬০ ফটোস (360 Photos) সিলেক্ট করুন।
> এবার নিজের পাঠক নির্বাচন করে তা পোস্ট করে দিন।

যে কোন ৩৬০ ডিগ্রি ছবি ডিসেবেল করে তা সাধারণ ছবির মতো করেও ডিসপ্লে করতে পারবেন। এজন্য-

>আপনার আইফোন কিংবা অ্যান্ড্রয়েড ফোন থেকে ফেসবুক অ্যাপ ওপেন করুন।
> এবার ৩৬০ ফটোস (360 Photos) সিলেক্ট করে এডিট (Edit) অপশন সিলেক্ট করুন।
> এবার ডান দিকে নীচে '360’ আইকন সিলেক্ট করুন।
> তবে জেনে রাখা প্রয়োজন ১০০ ডিগ্রির বেশি চওড়া প্যানোরমা নিজে থেকেই ৩৬০ ডিগ্রি করে দেয় ফেসবুক। তাই আপনাকে সাধারণ ছবি হিসেবে দেখানোর জন্য পৃথক অপশন সিলেক্ট করতে হবে।

কেএসকে/জিকেএস

আরও পড়ুন