ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

২০২৪ সাল পর্যন্ত সকল প্রযুক্তি পণ্য শুল্কমুক্ত

প্রকাশিত: ১১:২৩ এএম, ০৭ জানুয়ারি ২০১৬

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ২০২৪ সাল পর্যন্ত সকল প্রযুক্তি পণ্য শুল্কমুক্ত ঘোষণা দিয়েছেন তথ্য ও যোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গ্রামীণফোন স্মার্টফোন ও ট্যাব মেলা উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক ২০২৪ সাল পর্যন্ত সকল প্রযুক্তি পণ্য শুল্কমুক্ত আমদানি করা যাবে। ব্যবহার বান্ধব ও সুলভ মূল্য হলে স্মার্টফোনের ব্যবহার ফিচার ফোনের দ্বিগুণ হবে। শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা ও কৃষি সহ সর্বক্ষেত্রেই আমরা ইন্টারনেটের ব্যবহার নিশ্চিত করেছি।

মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রযুক্তিবিদ মুস্তফা জব্বার, গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন, স্যামসাং ইলেক্টনিক্স বাংলাদেশের জেনারেল ম্যানেজার ইয়াং লি, এলিট টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী আশফাক মনির, হুয়াহুয়ের মার্কেটিং ম্যানেজার বার্নার্ড ওয়াং, এডিসন গ্রুপের জ্যাষ্ঠ পরিচালক রেজওয়ানুল হক, এলিটের ব্যবস্থাপনা পরিচালক কাজী আশফাক মনির ও বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) সভাপতি মুহাম্মদ খান। এছাড়া অনুষ্ঠানে আকস্মিকভাবে যোগ দেন বাংলাদেশ ক্রিকেট(টেস্ট)দলের অধিনায়ক মুশফিকুর রহিম।

মুশফিক বলেন, গ্রামীণফোনের মেলায় আমি এসেছি ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) দেখতে। গ্রামীণফোনের এমন আয়োজন প্রশংসনীয়।সামনে আমাদের অনেক খেলা রয়েছে। বাংলাদেশের মানুষের দোয়া আমার কাম্য।’

polok

এলিটের ব্যবস্থাপনা পরিচালক কাজী আশফাক মনির বলেন, আমরা স্মার্টফোন মার্কেটে আসার পর দেখলাম অ্যানড্রয়েড বাজারে দেশীয় কনটেন্ট খুব কম। এমনকি আমাদের বাংলাভাষার কোন ইন্টারফেস নেই। তাই এ মেলাতে বাংলা ভাষা ইন্টারফেসসহ সম্পূর্ণ দেশীয় ভাষায় অ্যানড্রয়েড ফোন নিয়ে এসেছি।

হুয়াহুয়ে মার্কেটিং ম্যানেজার বার্নার্ড ওয়াং বলেন, মেলায় আমরা ব্লুটুথ স্পিকার নিয়ে এসেছি। সবসময় ব্যবহারকারীদের নতুন প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।

প্রযুক্তিবিদ মুস্তফা জব্বার বলেন, শতকরা ২ শতাংশ মানুষের বেশি ইংরেজী বোঝে না। তাই বাংলায় মোবাইল কনটেন্ট থাকলে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা বেড়ে যাবে বহুগুণ। দেশীয় প্রতিষ্ঠানের বাংলায় অপারেটিং সিস্টেম ব্যবহার করাকে আমরা স্বাগত জানাই।

গ্রামীণফোনের চীফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন বলেন, পকেটের মোবাইল ফোন বিগত পাঁচ বছরের আগের কম্পিউটারের চেয়েও শক্তিশালি। আগামী জুনের মধ্যে দশ হাজার  টুজি স্টেশনকে থ্রিজিতে রুপান্তর করে ইন্টারনেট ব্যবহারকে আরও গতিশীল করবো।

আরএম/এএইচ/এমএস

আরও পড়ুন