ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

জমে উঠেছে গ্রামীণফোন স্মার্টফোন ও ট্যাব মেলা

প্রকাশিত: ১০:৫৯ এএম, ০৭ জানুয়ারি ২০১৬

আয়োজনের প্রথমদিনেই জমে উঠেছে জমে উঠেছে ‘গ্রামীণফোন স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৬’। বৃহস্পতিবার সকাল ১০টা থেকেই দর্শনার্থীদের পদচারনায় মুখরিত হয়ে উঠে মেলা প্রঙ্গণ। দুপুর গড়াতে তা কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

তবে বিকেল ৩টায় উদ্বোধনের কথা থাকলেও সাড়ে পৌনে ৪টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

tab-mela

তিন দিনব্যাপি এ মেলা চলবে শনিবার পর্যন্ত। প্রতিদিন ১০টা  থেকে শুরু হয়ে মেলা চলবে রাত ৮টা পর্যন্ত। মেলায় একটি মেগা প্যাভিলিয়ন, ৮টি প্যাভিলিয়ন, ৫টি মিনি প্যাভিলিয়ন ও ১০ টি স্টল রয়েছে।

tab-mela

এক্সপো মেকারের আয়োজনে স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার নিয়ে দেশে এটা পঞ্চম প্রদর্শনী। মেলার টাইটেল স্পন্সর হিসেবে দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন এবং কো-স্পন্সর হিসেবে রয়েছে এলিট, হুয়াওয়ে, স্যামসাং ও সিম্ফনি।

আরএম/এএইচ