ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

গুগলে সবচেয়ে বেশি সার্চ হয়েছে যে আইফোনটি

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০৫:২৬ পিএম, ২০ ডিসেম্বর ২০২১

মোবাইল ফোমের দুনিয়ায় আইফোন নিয়ে অ্যাপলের একচেটিয়া রাজত্ব শুরু থেকেই। একের পর এক আইফোন নিয়ে হাজির হচ্ছে নির্মাতা সংস্থাটি। এ বছরও সেই ধারাবাহিকতায় এসেছে আইফোন ১৩ প্রো এবং আইফোন ১৩ প্রো ম্যাক্স।

২০২১ প্রযুক্তি বাজার বেশ সরগরমই ছিল বলা যায়। একের পর এক নতুন নতুন পণ্য নিয়ে হাজির হয়েছে নির্মাতা প্রতিষ্ঠানগুলো। সার্চ ইঞ্জিন গুগলের সর্বাধিক সার্চের তালিকায় রয়েছে আইফোন।

চলতি বছর বাজারে এসেছে আইফোন ১৩ সিরিজের চারটি নতুন মডেল। এর পরেই আইফোন ১১ ও আইফোন ১২ সিরিজের দাম এক ধাক্কায় অনেকটা কমেছে। এর পরেই দেশের মানুষ আইফোন সম্পর্কে গুগল সার্চ বাড়িয়েছে।

এর মধ্যে সবার উপরে আছে আইফোন ১৩। এরপরেই আছে আইফোন ১২ প্রো। গ্রাহকরা সার্চ করেছেন আইফোন ১২ প্রো ম্যাক্সও।

বিভিন্ন ক্রেডিট কার্ডে সহজ কিস্তিতে কেনা যাচ্ছে আইফোন। ফলে মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে এসেছে আইফোনের একাধিক মডেল। ফলে প্রিমিয়াম স্মার্টফোন সেগমেন্টে অ্যাপেলের জনপ্রিয়তা প্রতি বছরেই বাড়ছে।

সবচেয়ে বেশি গুগলে সার্চ হয়েছে আইফোন মিনি, আইফোন ১২। এছাড়াও অন্যান্য আইফোনও গুগলে ২০২১ সালে সার্চ করেছেন আইফোন প্রেমীরা।

সূত্র: গুগল ট্রেন্ডস

কেএসকে/এমএস

আরও পড়ুন