ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

ফেসবুকে আপত্তিকর মন্তব্য মুছতে চুক্তি

প্রকাশিত: ১২:০৫ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৫

ঘৃণা এবং বিদ্বেষপূর্ণ প্রচারণা বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য ফেসবুক, টুইটার এবং গুগলের সঙ্গে চুক্তি করেছে জার্মানি। এই চুক্তি অনুযায়ী যে কোনো ঘৃণা এবং বিদ্বেষপূর্ণ আপত্তিকর পোস্ট ২৪ ঘণ্টার মধ্যে তুলে নিতে হবে। খবর বিবিসির।

জার্মানিতে শরণার্থীদের আশ্রয় দেয়াকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো যখন অনলাইনে ব্যাপক বর্ণবাদী প্রচারণা চালাচ্ছে, তখন সরকার ইন্টারনেট কোম্পানিগুলোর সঙ্গে এধরনের চুক্তি করলো। জার্মান বিচারমন্ত্রী হেইকো মাস সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো যাতে ডানপন্থীদের মজা করার জায়গায় পরিণত না হয় তার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন।

জার্মান সরকারের চাপের মুখে ফেসবুক, টুইটার এবং গুগল যে কোনো ধরনের বেআইনি, বর্ণবাদী বা বিদ্বেষপূর্ণ প্রচারণার অভিযোগ পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে তা সরিয়ে নেয়া হবে বলে জানিয়েছে। এ রকম অভিযোগ বিশেষজ্ঞ দল দ্রুত পরীক্ষা করে দেখবে। কোন পোস্ট বিদ্বেষমূলক কিনা, তা নির্ধারিত হবে জার্মান আইন অনুযায়ী।

এসআইএস/পিআর